BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

চুলকে  খুশকি মুক্ত ও উজ্জল রাখার উপায়: ৩ টেবিল চামচ নারকেল তেল ও ২ টেবিল চামচ লেবুর রস একসাথে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি সপ্তাহে ২/৩ বার মাথার ত্বকে ভালোভাবে মেখে ২০/২৫ মিনিট অপেক্ষা করুন এরপর শুধু পানি দিয়ে বা  চাইলে  শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলে শ্যাম্পু করার পর ৩/৪ টেবিল চামচ লেবুর রস একদম অল্প পানির সাথে মিশিয়ে ওই মিশ্রণটি চুলে ব্যবহার করলে চুলে যেমন খুশকি কমবে তেমনি চুলও হবে উজ্জল। তবে লেবুর রস  চুলে ঢেলে ১০/১৫ মিনিট  অপেক্ষা করে সাধারণ পানি দিয়া চুল ধুয়ে ফেলতে হবে।   চুলে শ্যাম্পু করার ১ ঘন্টা আগে নারকেল তেল/অলিভ ওয়েল গরম করে ভালোভাবে চুলে মাসাজ করুন।এরপর ৩/৪ টেবিল চামচ (চুলের আকার অনুযায়ী)  টক দইয়ের মিশ্রন  চুলে ভালোভাবে লাগান.এভাবে প্রতি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে আপনার চুল  হবে খুশকি মুক্ত  এবং উজ্জল ও ঝরঝরে। চুলকে সুন্দর ও খুসকি মুক্ত রাখতে মেহেদির কোনো বিকল্প নেই. এক্ষেত্রে আপনি চাইলে বাটা মেহেদী বা আড়ং এর মেহেদী ব্যবহার করতে পারেন. মেহেদি  মিহি করে বেটে সাম্পু করার ১/১.৫ ঘন্টা আগে চুলে ভালোভাবে বিলি কেটে কেটে লাগান । চাইলে মেহেদির সাথে একটু নারকেল তেলও মিশিয়ে নিতে পারেন।এরপর মেহেদী ভালোভাবে পরিস্কার করে শ্যাম্পু ব্যবহার করুন।  

চুলকে  খুশকি মুক্ত ও উজ্জল রাখার উপায়:

৩ টেবিল চামচ নারকেল তেল ও ২ টেবিল চামচ লেবুর রস একসাথে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি সপ্তাহে ২/৩ বার মাথার ত্বকে ভালোভাবে মেখে ২০/২৫ মিনিট অপেক্ষা করুন এরপর শুধু পানি দিয়ে বা  চাইলে  শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
চুলে শ্যাম্পু করার পর ৩/৪ টেবিল চামচ লেবুর রস একদম অল্প পানির সাথে মিশিয়ে ওই মিশ্রণটি চুলে ব্যবহার করলে চুলে যেমন খুশকি কমবে তেমনি চুলও হবে উজ্জল। তবে লেবুর রস  চুলে ঢেলে ১০/১৫ মিনিট  অপেক্ষা করে সাধারণ পানি দিয়া চুল ধুয়ে ফেলতে হবে।  
চুলে শ্যাম্পু করার ১ ঘন্টা আগে নারকেল তেল/অলিভ ওয়েল গরম করে ভালোভাবে চুলে মাসাজ করুন।এরপর ৩/৪ টেবিল চামচ (চুলের আকার অনুযায়ী)  টক দইয়ের মিশ্রন  চুলে ভালোভাবে লাগান.এভাবে প্রতি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে আপনার চুল  হবে খুশকি মুক্ত  এবং উজ্জল ও ঝরঝরে।
চুলকে সুন্দর ও খুসকি মুক্ত রাখতে মেহেদির কোনো বিকল্প নেই. এক্ষেত্রে আপনি চাইলে বাটা মেহেদী বা আড়ং এর মেহেদী ব্যবহার করতে পারেন. মেহেদি  মিহি করে বেটে সাম্পু করার ১/১.৫ ঘন্টা আগে চুলে ভালোভাবে বিলি কেটে কেটে লাগান । চাইলে মেহেদির সাথে একটু নারকেল তেলও মিশিয়ে নিতে পারেন।এরপর মেহেদী ভালোভাবে পরিস্কার করে শ্যাম্পু ব্যবহার করুন।  

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন