BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

ল্যান নেটওয়ার্ক থেকে নিজেকে হাইড করুন

ল্যান নেটওয়ার্ক থেকে নিজেকে হাইড করুন


 22  0  0  0
আমরা যারা ব্রডব্যান্ড ক্যাবল ইন্টারনেট কানেকশান ইউস করি তাদের প্রত্যেকের পিসি একটি লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতর থাকে। আমরা যখন মাই কম্পিউটার হতে নেটওয়ার্ক অপশনে যাই তখন দেখতে পাই অনেক গুলো পিসি। সেখানে নিজের পিসিও দেখা যায়। আপনি যদি চান অন্যরা তাদের নেটওয়ার্ক অপশনে গিয়ে আপনাকে খুঁজে না পাক তাহলে আপনার জন্যই আজকের এই লেখাটি।
How to hide my pc from network (1)
How to hide my pc from network (1)
উপরের ইমেজে খেয়াল করে দেখুন আমি আমার পিসিকে হাইলাইট করে দেখিয়েছি এবং দেখুন আরো কত কম্পিউটার এই নেটওয়ার্কে যুক্ত। কাজ শেষে এখানে আপনি আপনার পিসিটা দেখতে পাবেন না এবং অন্যান্য ইউজাররাও দেখতে পাবে না আপনার পিসি।
প্রথমেই রান কমান্ডে গিয়ে টাইপ করুন services.msc তারপর কী-বোর্ড হতে এন্টার প্রেস করুন।
How to hide my pc from network (2)
How to hide my pc from network (2)
তাহলে সার্ভিসেস উইন্ডো ওপেন হবে সেখান হতে Function Discovery Resource Publication এ ক্লিক করলে ডান পাশে এটির কাজ সম্পর্কে জানতে পারবেন। এখন Function Discovery Resource Publication এর উপর মাউসের রাইট বানট ক্লিক করুন। তারপর Properties সিলেক্ট করুন।
How to hide my pc from network (3)
How to hide my pc from network (3)
তাহলে নিচের ইমেজের মত একটি উইন্ডো ওপেন হবে। এখান হতে Startup type: Disabled সিলেক্ট করে দিন। তারপর Service status হতে Stop বাটনে ক্লিক করুন।
How to hide my pc from network (4)
How to hide my pc from network (4)
তাহলে নিচের উইন্ডোর মত একটি উইন্ডো ওপেন হবে। এখানে বলা হচ্ছে আমরা যে সার্ভিসটি অফ করতে চাচ্ছি সেটি অফ করলে HomeGroup Provider নামে আরেকটা সার্ভিস অফ হয়ে যাবে। এখানে আমরা Yes বাটনে ক্লিক করবো।
How to hide my pc from network (5)
How to hide my pc from network (5)
তারপর Ok বাটনে ক্লিক করে ফিরে আসবো। ব্যাস কাজ শেষ। এবার আবার মাই কম্পিউটার হতে নেটওয়ার্ক অপশনে গিয়ে দেখুন সেখানে আপনার পিসিটা পাবেন না এবং সাথে সাথে অন্যরাও পাবে না আপনার পিসি। প্রয়োজনে কাজটা শেষে পিসি রিস্টার্ট দিয়ে নিতে পারেন।
ধন্যবাদ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন