যাকাত ও সুদের টাকা
কবরস্তানের কাজে লাগানো যাবে কি?
------------------------------------
আবদুস শহীদ নাসিম
--------------------
প্রশ্ন: আসসালামু আলাইকুম।
০১. যাকাতের টাকা কি কবরস্থান এর জন্য জমি কেনা বা স্থান বর্ধিত করার জন্য দান হিসাবে গ্রহণ করা যাবে?
০২. আমার ব্যাংকের হিসাবে জমা হওয়া সুদ-এর টাকা তুলে কবরস্থান/মসজিদ/মাদ্রাসাতে দান করলে কি গ্রহণযোগ্য হবে?
০৩. টাকাটা দান করার উদ্দেশ্য তুললে কি শরিয়ত সম্মত হবে?
@Khandoker Minhus Ahmed
জবাব: ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনার প্রশ্নের জবাব হলো:
০১. যাকাতের টাকা কবরস্থানে লাগাতে যাবেন কেন? কবরস্থানের জমি কেনার জন্যে টাকা দেবেন তারা, যারা মৃত্যুর অপেক্ষায় আছেন। কবরস্থানে তো ধনী গরিব সবাইকেই সমাহিত করা হয়, অথচ যাকাত হলো শুধু অভাবীদের টাকা, ধনীদের নয়।
০২. দেশে সুদবিহীন ব্যাংক থাকতে আপনি সুদী ব্যাংকে টাকা রাখবেন কেন? যদি রাখলেনই, তবে তা কবরস্থান এবং মসজিদ-মাদ্রাসায় দিতে যাবেন না। কারণ হারাম জিনিস ভালো কাজে লাগানো যায়না।
০৩. সুদের টাকা দান করলে সে দান বাতিল।
০৪. তবে আপনার একাউন্টে যদি সুদের টাকা ঢুকে থাকে, সে টাকা ব্যাংকে রেখে না দিয়ে অবশ্যি উঠাবেন। টাকাটা দানের নিয়্যত ছাড়া অসহায় লোকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও আবাসনের কাজে দিয়ে দেবেন।
---------------------
০৩.০১.২০১৬ খ্রি.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন