কোনো মেয়ে কি কোনো ছেলেকে
পাবার আশা করতে পারবে?
------------------------------------
আবদুস শহীদ নাসিম
--------------------------
প্রশ্ন: আসসালামু আলাইকুম। জনাব একটা বিষয়ে জানতে চাইছি। কোনো মেয়ে কি কোনো ছেলেকে ভালোবাসতে পারবে বা তাকে পাবার আশা করতে পারবে? পর্দার বিধান লংঘন না করে কাউকে ভালোবাসা বা পাবার আশা করা কি জায়েয? আশা করি জানাবেন @তাহমিদা তানজিম নুসাইফা
জবাব: ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ।
হ্যাঁ, একজন মেয়ে পর্দার বিধান লংঘন না করে অবশ্যি একজন ছেলেকে স্বামী হিসেবে পাবার আশা করতে পারে এবং উদ্যোগও গ্রহণ করতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে উদ্যোগ নিয়ে পরিপূর্ণ সামাজিক নিয়মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছেন। এ ছাড়া আরো কিছু মহিলা তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্যে সরাসরি প্রস্তাবও দিয়েছিলেন।
---------------------
০২.০১.২০১৬ খ্রি.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন