BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

মাসবুকের সালাত আদায়ের পদ্ধতি কিরূপ?

মাসবুকের সালাত আদায়ের পদ্ধতি কিরূপ?
------------------------------------
আবদুস শহীদ নাসিম
--------------------------
প্রশ্ন: আসসালামু আলাইকুম। শায়খ, একটি মাস'আলা নিয়ে সমস্যায় পড়েছি। ধরেন, তিন রাক'আত সালাতে আমি তৃতীয় রাক'আতে শরিক হলাম। এখন বাকি দু'রাক'আত আমি কিভাবে আদায় করবো? এরকম চার রাক'আতের সালাতে ২/৩ অথবা ৪ রাকাতে শরীক হলে বাকি সালাতের কিরাত, তাহিয়্যাত ও শেষ জলসার বিধান কেমন হবে? জাযাক আল্লাহ। Afzal Meah
জবাব: ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ।
০১. যিনি জামাতের সালাতে প্রথম দিকে এক বা একাধিক রাকাত মিস করেন, তাকে বলা হয় 'মাসবুক' (পিছিয়ে পড়া মুক্তাদি)।
০২. মাসবুক যে ক'রাকাতই মিস করবেন, ইমামের সালাম ফেরানোর পর তিনি উঠে দাঁড়াবেন এবং যে ক'রাকাত তার মিস হয়েছে, সেগুলো প্রথম রাকাত থেকে শুরু করে পড়ে নেবেন।
০৩. কেউ যদি তিন রাকাত সালাতের তৃতীয় রাকাতে শরিক হন, তাহলে তিনি ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে-
ক. প্রথমে প্রথম রাকাত পড়বেন প্রথম রাকাত যে নিয়মে পড়তে হয় সে নিয়মে।
খ. একাকী প্রথম রাকাত পড়ে তিনি প্রথম তাশাহহুদের বৈঠকে বসবেন। কারণ তিনি ইমামের সাথে ইমামের শেষ রাকাতে যে বসেছিলেন, সেটা ছিলো ইমামের অনুসরণ করার বৈঠক, তার প্রথম তাশাহহুদের বৈঠক নয়।
গ. অতপর দাঁড়িয়ে ছুটে যাওয়া দ্বিতীয় রাকাত পড়ে শেষ তাশাহহুদে বসবেন এবং সালাম ফেরাবেন।
০৪. এই একই নিয়মে পড়বেন দুই এবং চার রাকাতের সালাতে মাসবুক হলেও। ধন্যবাদ।
---------------------
০২.০১.২০১৬ খ্রি.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন