BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

চিকিৎসার জন্যে যাকাত দেয়া যাবে কি?

চিকিৎসার জন্যে যাকাত দেয়া যাবে কি?
------------------------------------
আবদুস শহীদ নাসিম
--------------------------
প্রশ্নঃ আসসালামু আলাইকুম। একটা বিষয় জানা খুব জরুরী। কষ্ট করে জানালে আমিসহ আরও অনেকে উপকৃত হতে পারতাম। যখন কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হন তাঁর চিকিৎসার জন্যে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন পড়র। এক্ষেত্রে ঐ ব্যক্তির চিকিৎসা খরচ বাবদ যাকাতের অর্থ থেকে সহায়তা দেয়া যাবে কি? সাধারন অবস্থায় সেই ব্যক্তি হয়তো সচ্ছল। শুধুমাত্র এই কঠিন রোগের চিকিৎসার জন্য যাকাত প্রদান করা যাবে কিনা, যে পরিমাণ অর্থ হয়তো ব্যক্তি নিজে বহন করা অসম্ভব। এক্ষেত্রে যদি দেয়া যায় তবে তা যাকাত প্রদানের কোন খাতের মধ্যে গন্য হবে?
জবাবঃ ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। হ্যাঁ, চিকিৎসার ব্যয় বহন করার মতো অর্থ তার না থাকলে চিকিৎসার জন্যে তাকে যাকাতের অর্থ দেয়া যাবে। এটা মাসাকিন (অভাবী) খাতে যাবে।
---------------------
২৯.১২.২০১৫ খ্রি.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন