কম্পিউটারে কাজকরার কিছু শর্টকাট টেটেকনিক
Alt+f4 চাপুন shutdown এর জন্য
কম্পিউটারে বসেই দেখেন যে মাউস
নষ্ট, কাজ করছেনা, ঠিকও
করতে পারছেন না। এখন কী উপায়?
সে ক্ষেত্রে উইন্ডোজে একটি সেটিংস
পরিবর্তন করে বিকল্প
ভাবে চালিয়ে যেতে পারেন
মউসের কাজ। এ জন্য কিবোর্ড
থেকে একসাথে left ALT+left SHIPT
এবং NUM Lock কি চাপুন। মনিটরে ছোট
একটি পপ-আপ উইন্ডো আসবে, এই
উইন্ডো থেকে yes প্রেস করুন
অথবা Enter চাপুন। এতে কিবোর্ড
কি দিয়ে মাউসের কার্জর
নাড়াচাড়া করা যাবে। 1,2,3,4,6,7,8,9
বাটন দিয়ে মাউস পয়েন্টার
নাড়ানো যাবে। আর 5
দিয়ে মাউসের
লেফ্ট ক্লিক এবং + দিয়ে মাউসের
ডাবল ক্লিক করা যাবে। কিবোর্ডের
ডান পাশের CTRL এর বামের
বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন
হিসেবে কাজ করবে। কাজ
শেষে NUM Lock অফ করলে এই
সুবিধা বন্ধ হয়ে যাবে।
1 . কম্পিউটারের গতি বৃদ্ধি করার
জন্য এই
টিপসটি ব্যবহার করতে পারেন
CONTROL PANEL-PERFORMANCE
& MAINTAINENCE -
ADMINISTRATIVE TOOL-
SERVICE - INDEXING SERVICE –
DISABLE
2 . হার্ডডিস্ক চেক করার জন্য RUN
এ গিয়ে
টাইপ করুন CHKDSK ওকে চাপুন
3 . ফাইল ট্রান্সফার স্পিড
বাড়ানোর জন্য
TERA COPY অথবা SUPERCOPIER
ডাউনলোড করে ইউস করুন ।
4 . কম্পিউটারের
টেম্পোরারি ফাইলগুলো ডিলেট
করার জন্য RUN এ গিয়ে টাইপ করুনঃ
১)PREFETCH ২)%TEMP%
c.TEMP d. RECENT
5 . পেনড্রাইভ অথবা সিডির
অটোপ্লে বন্ধ করার জন্য
RUN এ গিয়ে টাইপ করুন
GPEDIT.MSC - USER
CONFIGURATION -
ADMINISTRATIVE TEMPLE -
SYSTEM - TURN
OF AUTO PLAY - ENABLE - ALL
DRIVE.
6 . ড্রাইভ হাইড করার জন্য
RUN এ গিয়ে GPEDIT.MSC - USER
CONFIGURATION - WINDOWS
COMONENTS -
WINDOWS EXPLORER - HIDE
THESE
SPECIFIED DRIVE IN MY
COMPUTER -
CHOICE A DRIVE - ENABLE – OK
7 . সিডি অথবা ডিভিডি ড্রাইভ
ডিসেবল করার জন্য
MY COMPUTER - RIGHT BUTTON
CLICK-
MANAGE-DEVICE MANAGER - CD/
DVD RM -
DOUBLE CLICK – DISABLE
8 . ইউএসবি ড্রাইভ ডিসেবল করার
জন্য
MY COMPUTER - RIGHT BUTTON
CLICK-
MANAGE-DEVICE MANAGER -
Universal
Serial Bus Controllers { double
click } - USB
ROOT HUB
সবগুলো ডিসেবল করুন ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন