পুরুষের বীর্যপাত জনিত রোগের চিকিৎসা
যোনীতে লিঙ্গ প্রবেশের সময় থেকে বীর্যপাত পর্যন্ত সময়কে বীর্যধারণ কাল বলে। কত সময়ের মধ্যে বীর্যপাত হবে তার সুনির্দ্দিষ্ট বা আদর্শ সময় নেই। ব্যাক্তি বিশেষে, বয়সের পার্থক্যে বা পরিবেশের পার্থক্যে বীর্যধারণ কাল ভিন্ন ভিন্ন হতে পারে। তবে যোনীতে লিঙ্গ প্রবেশের পূর্বে বা অল্প পরেই বীর্যপাত হয়ে যাওয়াকে দ্রুতস্খলন সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। যার ফলে পুরুষ ও স্ত্রীর চরমানন্দ লাভের আগেই সঙ্গমের সমাপ্তি ঘটে। হোমিওপ্যাথিতে এ রোগের সফল চিকিৎসা রয়েছে, প্রায় ৭০% রোগী সম্পূর্ণ সুস্থ হয়।
পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।
চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে পুরুষের বীর্যপাত জনিত রোগের চিকিৎসার জন্য নিচে দেয়া ৬৮ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
বীর্যপাত, সাধারণ, (4) EJACULATION, general, (4) ঔষধ- 1 agar, 1 m-aust, 1 merc, 1 sel
ঝাঁজালো বীর্যপাত (5) EJACULATION, general, acrid (5)
রক্ত মিশ্রিত বীর্যপাত (17) EJACULATION, general, bloody (17) 1 ambr, 1 cann-s, 2 canth, 2 caust, 1 cub, 1 fl-ac, 1 led, 1 lyc, 3 MERC, 2 merc-c, 1 mill, 2 petr, 1 puls, 2 sars, 1 sulph, 1 tarent, 1 wies
রক্ত মিশ্রিত বীর্যপাত রাতে (1) EJACULATION, general, bloody night (1)
যৌন ক্রিয়া অবস্থায় জ্বালাকর বীর্যপাত (2) EJACULATION, general, burning, during sex (2)
যৌন ক্রিয়া অবস্থায় শীতল বীর্যপাত (1) EJACULATION, general, cold, during sex (1)
প্রচুর পরিমানে বীর্যপাত হয় (19) EJACULATION, general, copious (19) 1 agar, 1 bell, 1 carl, 1 carbn-s, 1 carb-v, 1 iod, 1 kali-c, 1 merc-i-f, 1 nat-m, 1 par, 1 petr, 1 ph-ac, 2 pic-ac, 1 sep, 1 sil, 1 staph, 1 sulph, 1 ther, 1 zinc
প্রচুর পরিমানে বীর্যপাত হয়, স্বপ্ন দেখে (3) EJACULATION, general, copious dreams, with (3)
প্রচুর পরিমানে বীর্যপাত হয়, এবং অনেক সময় ধড়ে (1) EJACULATION, general, copious longer, and (1)
প্রচুর পরিমানে বীর্যপাত হয়, রাতে (6) EJACULATION, general, copious night (6)
প্রচুর পরিমানে বীর্যপাত হয়, রাত ৩ টায় (1) EJACULATION, general, copious night 3m. (1)
প্রচুর পরিমানে বীর্যপাত হয়, সহবাসের পরে (1) EJACULATION, general, copious sex, after (1)
বীর্যপাতের আগ্রহ জাগে, EJACULATION, general, desire for ejaculation (3)
বীর্যপাতের আগ্রহ জাগে, লিঙ্গ উথ্যান ব্যতীত (1) EJACULATION, general, desire for ejaculation erection, without (1)
বীর্যপাতের আগ্রহ জাগে, যৌন ক্রিয়ার ইচ্ছা ছাড়াই সন্ধ্যায় ও দুপুরের খাবারের পরে (1) EJACULATION, general, desire for ejaculation evening and after dinner, without sexual desire (1)
বীর্যপাতের আগ্রহ জাগে, সকালে বিছানায় থাকা অবস্থায় (1) EJACULATION, general, desire for ejaculation morning, in bed (1)
বীর্যপাতের আগ্রহ জাগে, সকালে বিছানা থেকে উঠার পরে (1) EJACULATION, general, desire for ejaculation morning, in bed rising, after (1)
বীর্যপাতের আগ্রহ জাগে, সকালে নিদ্রা হতে জাগ্রত হওয়ার পরে (2) EJACULATION, general, desire for ejaculation morning, in bed waking, after (2)
কষ্টকর বীর্যপাত (7) EJACULATION, general, difficult (7)
অতিরিক্ত বীর্যপাত (4) EJACULATION, general, excessive (4)
যৌন ক্রিয়া অবস্থায় বীর্যপাত হয় না (22) EJACULATION, general, failing during sex (22)
যৌন ক্রিয়া অবস্থায় বীর্যপাত হয় না, কিন্তু নিদ্রা অবস্থায় হয় (1) EJACULATION, general, failing during sex occurs afterwards during sleep (1)
যৌন ক্রিয়া অবস্থায় বীর্যপাত হয় না, যদিও প্রচণ্ড উত্তেজনা থাকে (2) EJACULATION, general, failing during sex though the orgasm is present (2)
ফেনা যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, frothy (1)
একপার্শিক পক্ষাঘাত গ্রস্থের বীর্যপাত (1) EJACULATION, general, hemiplegia, in (1)
গরম বীর্যপাত (3) EJACULATION, general, hot (3)
অসম্পূর্ণ বীর্যপাত (33) EJACULATION, general, incomplete (33)
অসম্পূর্ণ বীর্যপাত, লিঙ্গ উথ্যান অবস্থায় (2) EJACULATION, general, incomplete erection, with (2)
অসম্পূর্ণ বীর্যপাত, লিঙ্গ উথ্যানের পুর্বে (1) EJACULATION, general, incomplete erection, with before (1)
অসম্পূর্ণ বীর্যপাত, যূনীতে লিঙ্গ প্রবেশ করানোর পুর্বে (1) EJACULATION, general, incomplete intromission, before (1)
অনুভূতিশূন্য বীর্যপাত (2) EJACULATION, general, insensible (2)
বীর্যপাত, অনেক সময় ধড়ে প্রচুর সুক্র ক্ষরণ হয় (1) EJACULATION, general, larger and continues longer (1)
বিলম্বে বীর্যপাত হয় (15) EJACULATION, general, late, too (15)
বিলম্বে বীর্যপাত হয়, যৌন ক্রিয়ার ইচ্ছা ব্যতীত (1) EJACULATION, general, late, too sexual desire, without (1)
বিলম্বে বীর্যপাত হয়, মিলন অবস্থায় বীর্যপাতের পূর্বে লিঙ্গ কয়েকবার শিথিল হয়ে আবার উত্তেজিত হয় (1) EJACULATION, general, late, too the orgasm subsides several times before it leads to ejaculation (1)
বিলম্বে বীর্যপাত হয়, মিলন অবস্থায় বীর্যপাতের মতো অনুভূত হয়ে লিঙ্গ কয়েকবার শিথিল হয়ে আবার উত্তেজিত হয় (1) EJACULATION, general, late, too the orgasm subsides several times before it leads to ejaculation som (1)
লেমন রঙের বীর্যপাত(1) EJACULATION, general, lemon-colored (1)
পিন্ড দলা রয়েছে এমন অনুভূতির সহিত বীর্যপাত (1) EJACULATION, general, lump, feeling as a (1)
পিন্ড ডলার মতো বীর্যপাত (1) EJACULATION, general, lumpy (1)
দুধের মত বীর্যপাত (12) EJACULATION, general, milky (12)
অস্বাভাবিক গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal (1)
হালকা গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal little odor (1)
গন্ধহীন বীর্যপাত (2) EJACULATION, general, odor, abnormal odorless (2)
বাসি মূত্রের গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal stale urine, like (1)
প্রবল অস্বাভাবিক গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal strong (1)
বেদনাদায়ক বীর্যপাত (24) EJACULATION, general, painful (24)
কেটেফেলার মতো বেদনাদায়ক বীর্যপাত (1) EJACULATION, general, painful painful, cutting (1)
পেল বর্নের বীর্যপাত (1) EJACULATION, general, pale (1)
পুঁজপূর্ণ হলদেটে সবুজ বর্নের বীর্যপাত (29) EJACULATION, general, purulent, yellowish green (29)
দ্রুত বীর্যপাত (38) EJACULATION, general, quick, too (38)
স্বপ্নের মাঝে সেক্স করা অবস্থায় দ্রুত বীর্যপাত (1) EJACULATION, general, quick, too dream of sex, during (1)
আনন্দ উপভোগ ব্যাতিত দ্রুত বীর্যপাত (3) EJACULATION, general, quick, too enjoyment, without (3)
পুর্নাঙ্গ ভাবে লিঙ্গ দাঁড়ানোর পূর্বে দ্রুত বীর্যপাত (3) EJACULATION, general, quick, too erection is complete, before (3)
অল্প সময়ের জন্য লিঙ্গ দাঁড়ানোর পরে দ্রুত বীর্যপাত (2) EJACULATION, general, quick, too erection is complete, before shortly after an (2)
উত্তেজনা ব্যাতিত দ্রুত বীর্যপাত (2) EJACULATION, general, quick, too excitement, almost without (2)
লিঙ্গ যুনিতে প্রবেশ করানোর পুর্বে দ্রুত বীর্যপাত (1) EJACULATION, general, quick, too intromission, before (1)
লালচে বাদামী বর্নের বীর্যপাত (1) EJACULATION, general, reddish-brown (1)
অল্প পরিমাণে বীর্যপাত (1) EJACULATION, general, short (1)
দুপুরের নিদ্রার সময় বীর্যপাত (1) EJACULATION, general, siesta, during (1)
চটচটে আঠালো বীর্যপাত (1) EJACULATION, general, sticky (1)
চলমান অবস্থায় বীর্যপাত হতে থাকে (1) EJACULATION, general, stream, running in a (1)
হঠাৎ বীর্যপাত (1) EJACULATION, general, sudden (1)
ঘন-গাড় বীর্যপাত (3) EJACULATION, general, thick (3)
ঘন-গাড় বীর্যপাত, তার সহিত সুতার মতো লম্বা হয় (1) EJACULATION, general, thick threads, with (1)
পাতলা তরল বীর্যপাত (1) EJACULATION, general, thin (1)
কামোদ্দীপক অনুভূতি ব্যতীত বীর্যপাত (1) EJACULATION, general, voluptuous sensation, without (1)
পানির মতো বীর্যপাত (15) EJACULATION, general, watery (15)
দুর্বল বীর্যপাত (2) EJACULATION, general, weak (2)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
ক্রেডিটঃ Dr. Ashraful Islam Hossani, http://www.hdhomeo.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন