BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

বিভিন্ন জিনিস ক্লিন করার টিপস

বিভিন্ন জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা রকমের ক্লিনার কিনতে পাওয়া যায় বাজারে। এগুলোর বেশির ভাগই তৈরি হয় ক্ষতিকর উপাদান দিয়ে। ঘরে থাকা বিভিন্ন উপকরণ ব্যবহার করে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় ক্লিনার। এসব ক্লিনার যেমন পরিবেশবান্ধব, তেমন খরচও কম। আর দরকার মতো তৈরি করে ফেলতে পারবেন যখন ইচ্ছে তখন। -

জানালা বা ফার্নিচারের কাচ পরিষ্কারের জন্য

উপকরণ: দুই কাপ পানি, আধা কাপ ভিনেগার, কোয়ার্টার কাপ ৭০ শতাংশ অ্যালকোহল।

ব্যবহারবিধি: প্রথমে উপাদানগুলো একত্রে একটি স্প্রে বোতলে নিন। তারপর কোনো নরম কাপড় বা টিস্যুতে স্প্রে করে কাচ মুছুন। তবে খুব রোদ ও গরমে কাচ মুছবেন না। কারণ এ ক্লিনার খুব দ্রুত শুকিয়ে যায়, তাই গ্লাসে দাগ পড়তে পারে।

রান্নাঘর, ছোটখাট যন্ত্র বা ফ্রিজ পরিষ্কারের জন্য

উপকরণ: চার টেবিল চামচ বেকিং সোডা, কোয়ার্টার গ্যালন গরম পানি। -

ব্যবহারবিধি:পানিতে বেকিং সোডা মিশিয়ে স্পঞ্জে লাগিয়ে ব্যবহার করুন। -

বাথরুমের সরঞ্জাম, ক্যাবিনেট পরিষ্কারের জন্য

উপকরণ: ভিনেগার বা লেবুর রস, লবণ।

ব্যবহারবিধি: প্রথমে একটি স্পঞ্জ ভিনেগার বা লেবুর রসে ভেজান। তারপর তাতে লবণ লাগিয়ে বস্তুটির গায়ে ঘষুন। এবার পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন এবং পরিষ্কার কাপড় দিয়ে বস্তুটি মুছে ফেলুন।

1 মন্তব্য(গুলি):

Mistakes can be frustrating for beginners, but your post offers practical advice to help them navigate their knitting journey smoothly. It's all about learning and improving, and your insights provide a fantastic guide.

একটি মন্তব্য পোস্ট করুন