ঘরবাড়ি মনমতো পরিষ্কার না থাকলে কেন যেন ঘরেই থাকতে ভালো লাগে না। তাছাড়া সুস্থ থাকতে, শরীর ও মন ভালো রাখতে অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার থাকা প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই সময়ের অভাবে এবং কাজের মানুষের সঠিকভাবে কাজ না করার কারণে ঘরবাড়ি পরিষ্কার রাখতে পারিনা, ফলে অনেক সময় দেখা দেয় ভ্যাপসা গন্ধ। এবং দেখা দেয় শারীরিক অসুস্থতা কিংবা বাচ্চাদের নানা ধরণের শারীরিক সমস্যা। তাই আপনি যেন নিজেই নিজের ঘরবাড়িকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পারেন দেয়া হল কিছু সহজ টিপস।
১। বৃষ্টি না হলে, শীতের ঠাণ্ডা ভাব না থাকলে, রোদ উঠলে সেদিন ঘরের জানালা খুলে রাখুন। আলো-বাতাস চলাচল করলে ঘরের গুমোট ভাব অনেকটা কেটে যাবে।
২। চটপট গন্ধ দূর করতে হলে ঘরের মাঝখানে একটা পাত্রে ভিনেগার রাখুন গন্ধ চলে যাবে।
৩। সিগারেটের গন্ধ দূর করার জন্য প্রথমে অ্যাশট্রে সরিয়ে ফেলুন। তারপর সারারাত সেই ঘরের দরজা বন্ধ করে রাখুন। পরের দিন গন্ধ থাকবে না।
৪। বাথরুমের গন্ধ দূর করতে মোমবাতি জ্বালিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে মিনিট পর নিভিয়ে দিন।
৫। বাথরুমের ভেজা ভাব দূর করতে মানিপ্লান্ট গাছ রাখুন। দেখতেও সুন্দর লাগবে, বাথরুমও শুকনো থাকবে।
৬। ফ্রিজের মধ্যে অর্ধেক লেবু কেটে রাখুন, সবজির গন্ধ চলে যাবে। পুদিনা পাতাও রাখতে পারেন, একই কাজ করবে।
৭। ১ কাপ কুসুম গরম পানিতে বেকিং পাউডার মিশিয়ে নিন। ওর মধ্যে পরিষ্কার কাপড় ডুবিয়ে নিংড়ে নিন। ফ্রিজ পরিষ্কার করার জন্য এই কাপড় ব্যবহার করুন।
৮। কোন কিছু ভাজার সময় গ্যাসের একটু দূরে ১ কাপ হোয়াইট ভিনিগার রাখুন। ভিনিগার এমনই কড়া যে যে কোন গন্ধভাব টেনে নেয়। রান্নার পর ওই ভিনেগার ফেলে দেবেন।
৯। বাড়ি কয়েকদিন বন্ধ রাখার দরকার হলে,হোম ড্রায়ারের মধ্যে কয়েক টুকরো লবঙ্গ রাখুন। ভ্যাপসা গন্ধ হবে না।
১০। পুরনো পরিষ্কার মোজার মধ্যে ফ্রেশ কফি ভরে আলমারি বা ওয়ারড্রোবে ঝুলিয়ে রাখুন। জামা কাপড়ে কোন রকম গন্ধ হবে না।
Developed By:jahid
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন