বিড়াল কি নাপাক?
------------------------------------
আবদুস শহীদ নাসিম
--------------------------
প্রশ্ন: বিড়াল কি নাপাক? অনেক বাসায় বিড়াল পোষে-এটা কি জায়েয? @M Sazzadur Rahman
জবাব: কোনো কারণে বিড়ালের গায়ে নাপাকি না লাগলে বিড়াল নাপাক নয়। বিড়াল পোষাও নাজায়েয নয়। বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বিড়াল পকেটে নিয়ে মসজিদে নববীতে আসতেন এবং রসুলুল্লাহ সা -এর মজলিসে বসতেন। এ কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন 'আবু হুরাইরা'। (বিড়াল ছানার বাবা)।
1 মন্তব্য(গুলি):
ভাত খাওয়ার সময় ট্রাউজার ছিলো জামা ছিলোনা।
পিঠে বিড়াল লেগে গেছে হালকা এখন কী শরীর নাপাক?
একটি মন্তব্য পোস্ট করুন