দিনশেষে যে ঘরে আপনি ফিরে আসেন একটু খানি শান্তির খোঁজে, সেটি হচ্ছে শোবার ঘর। এই ঘরটিতেই সবচাইতে বেশী সময় কাটানো হয় আপনার, এই ঘরেই একটু আরামের সন্ধান করেন আপনি, নিজের সাথে সময়ও কাটানো হয় এই এক শোবার ঘরেই। সুতরাং বলাই বাহুল্য যে এই শোবার ঘরটি যদি সুন্দর ও প্রশান্তির একটি জায়গা না হয়, তবে অনেক কিছুই মাটি। না, আহামরি অর্থ খরচ করে শোবার ঘরকে সুন্দর করে তুলতে হবে না। আপনি চাইলে খুব সামান্য খরচে সাধারণ কিছু জিনিসের ব্যবহারেই শোবার ঘরটিকে সাজিয়ে ফেলতে পারেন স্বর্গতুল্য করে।
আজকাল শোবার ঘরে চলছে একেবারেই ছিমছাম সাজের প্রচলন। যদিও এখনো অনেকেই ভারী, রাজকীয়...