BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

গোসলের পর অযু করার প্রয়োজন আছে কি?

গোসলের পর অযু করার প্রয়োজন আছে কি?
------------------------------------
আবদুস শহীদ নাসিম
--------------------------
প্রশ্ন: আসসালামু আলাইকুম। জনাব গোসলের সময় যদি এর ফরজগুলো আদায় করা হয় তবে কি নামাযের জন্য গোসলের পর আর অযু করার প্রয়োজন আছে? @Mobashwer Ahmed Noman
জবাব: ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। সুন্নত মতো গোসল করার পদ্ধতি হলো, আপনি প্রথমে নামাযের জন্যে যেভাবে অযু করেন, সেভাবে অযু করে নেবেন শুধু পা ধোয়া ব্যতিত। অতপর গোসল করবেন। এরপর নামায পড়ার জন্যে আর অযু করার প্রয়োজন নেই।
কিন্তু কোনো কারণে যদি গোসলের আগে অযু করা না হয়ে থাকে। তাতেও অনেক ফকীহর মতে গোসল দ্বারাই অযুর কাজ সম্পন্ন হয়ে যাবে।
---------------------
০৩.০১.২০১৬ খ্রি.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন