BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

বাংলা তথ্য ভান্ডারে স্বাগতম

সকল তথ্য পাবেন....BanglaData তে

Welcome To BanglaData

Keep visiting @ BanglaDataBlog

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

কাজিন কে বিয়েঃ চিকিৎসা-মনো বিজ্ঞানকি বলে !

প্রচলিত সমাজ ব্যবস্থায়ছোটকাল থেকেই কাজিনদের (চাচাতো-মামাতো-খালাতো-ফুফাতো ভাই-বোন) সঙ্গে আমরা বেড়ে উঠি । বড় হওয়ার পরও তাদের সঙ্গে বজায় থাকে অম্ল-মধুর সম্পর্ক। অনেক সময় তৈরি হয় ভালোবাসা, যা হয়তো বিয়ে পর্যন্ত পরিণতি পায়। এ ছাড়া, অনেক সময় অভিভাবকদের সম্মতিতেও কাজিনদের মধ্যে বিয়ের ঘটনা ঘটে ।কাজিনদের মধ্যে বিয়ে নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মত আছে। তবে স্বাস্থ্যগত দিকে থেকে কাজিনদের মধ্যে বিয়ের ক্ষেত্রে নেতিবাচক মত দেন চিকিৎসকরা। কিন্তু কেন? এ ধরনের বিয়ে তো সুখী হওয়ার কথা, যেহেতু ছেলে-মেয়ে দুজনই পরস্পরকে চিনে-জানে দীর্ঘদিন থেকে।এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, স্বল্পস্থায়ী সম্পর্ক থেকে দুজন কাজিনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। বিশেষ করে যখন দুজনের কেউ অন্য কোনো সম্পর্ক থেকে প্রত্যাখ্যাত হলেও সম্পর্ক গড়ে উঠতে পারে।তারা আরও বলেন, এই ধরনের সম্পর্ক তৈরি হয় অনেকটা মোহ বা মায়া থেকে। কাজিনদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সাধারণত নষ্ট হয় না। যদি না দুজনের পরিবার সম্পর্ক মেনে নিতে পুরোপুরি অস্বীকৃতি না জানায়।ক্লিনিক্যাল মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, দুজনকাজিনের বিয়ের ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত জটিলতার বিষয়টি ভাবা উচিত। বিশেষ করে যখন তারা সন্তান নিতে চাইবে। স্বাস্থ্যগত কারণেই মূলত, কাজিনদের মধ্যে বিয়ের বিষয়টি উচিত মনে করা হয় না।কারণ হিসেবে তারা উল্লেখ করেন, প্রথমত অধিকাংশ কাজিনদের রক্তের গ্রুপ একই হয়। যদি রক্তের গ্রুপ আলাদাও হয়, তাদের শারীরিকউপাদান একই হয়। এই বিষয়টাই কাজিনদের বিয়ের ক্ষেত্রে বড় একটি সমস্যা। শারীরিক উপাদানেমিল থাকলে সুস্থ শিশু জন্ম দেয়া কঠিন হয়ে পড়ে। কাজিনদের মধ্যে বিয়ে হলে শারীরিক ও মানসিক জটিলতাপূর্ণ শিশুর জন্মদানের আশঙ্কা থাকে বেশি। মূলত প্রকৃতি এভাবেই কাজ করে।তবে স্বাস্থ্যগত দিকে থেকে না দেখে এ ধরনেরবিয়েতে খারাপ কিছু দেখছেন না বিয়ে করা দুই কাজিন সমীর ও মুনিরা। তারা প্রেম করে বিয়ে করেছেন। মুনিরা তাদের সম্পর্কের ব্যাপারে বলেন, “আমরা একই শহরে বাস করতাম। সাপ্তাহিক ছুটি, বিশেষ করে কোনো উৎসব, জন্মদিন বা বিবাহবার্ষিকীর কোনো অনুষ্ঠানে আমাদের দেখা হতো। কলেজে ওঠার পর কাজিনের সম্পর্ক থেকে আমরা আরও ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ি। গত বছর আমরা বিয়ে করি। আমার মনে হয়, কাজিনকেবিয়ে করা খারাপ কিছু নয়। সম্পর্কের পর থেকেই আমরা দুজন দুজনের ভালো বন্ধু এবং আমাদের বোঝাপড়া অনেক ভালো।”

চলে গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ

বড় দিনের সকালে ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ অ্যান্দ্রেস মোরিনো সেপুলভেদা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সনোরা শহরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দ্রেস দুই মাস আগে নিজের ওজন কমাতে হাসপাতালে সার্জারি করেন। তবে তার ওই সার্জারি ছিল অত্যন্ত কঠিন। কেননা এর আগে চিকিৎসকরা এ ধরনের কোনো সার্জারির মুখোমুখি হননি।সে সময় পাকস্থলিতে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর তার ওজন কমে ৩শ ২০ কিলোগ্রাম হয়েছিল। চিকিৎসকরা তাকে জানান, নির্দিষ্ট কিছু বিষয় মেনে চললে তার ওজন ৮৫ কিলোগ্রামেনেমে আসতে পারে। কিন্তু তার আগেই চলে গেলেনবিশ্বের সবচেয়ে মোটা মানুষের এই খেতাবজয়ী মেক্সিকান।অ্যান্দ্রেসকে গত মাসে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অটোগ্রাফ সম্বলিত একটি টি শার্ট উপহার দেন। তার ওজন কমাতে উৎসাহিত করতে রোনালদো ওই টি শার্ট উপহার দেন।

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

Puk code for gp users

Want to know the your Grameenphone puk code? Want to know how to fix the puk problem in Grameenphone? Read this article to know how to get the puk for Grameenphone number.

If you entered your pin wrongly three times, then the sim will be locked and to unlock you must need PUK. without PUK you cannot be able to unlock the sim card. Now you may be thinking how to get the puk of locked sim.

How to find PUK code for Grameenphone sim card
It is very easy to get the PUK, all you have to do is just call Grameenphone Customer care through your another Grameenphone number or from your friend mobile who are using Grameenphone.
Advertise
Before calling customer care make sure you have
1.The 8 -15 unique number printed on your sim card, Incase if you dont have it on your simcard you may find it in the cover pack which comes with new sim card.
2.The name of the owner of the sim, owner means the name which you have given when you are buying the new sim.
3.There are some rare cases where they ask about the last recharge amount or date.
Tags : puk code for Grameenphone sim, how to find puk code for Grameenphone sim card, Grameenphone puk code online, docomo puk code generator, how to get puk number for Grameenphone, Grameenphone puk code customer care , how to get Grameenphone puk code, Grameenphone puk code number,Grameenphone puk code generator,  Grameenphone puk code online, Grameenphone puk code number, Grameenphone puk code unlock, Grameenphone sim puk code number, Grameenphone puk code finder, how to find puk code for Grameenphone sim card, Grameenphone customer care number

Banglalink Free 500MB Internet ON 18 TK Recharge

Banglalink Free 500MB Internet ON 18 TK Recharge

banglalink launched another recharge based bonus internet data offer. all play package customers can get 500 MB internet instant bonus and and BL FnF half paisa/sec

Offer details/conditions:
• for every 18tk. recharge you will enjoy 500 mb instant bonus
• bonus internet-data can be used from 9 am to 5 pm
• bonus internet-data validity 2 days ( including bonus receiving date.)
•  BL FnF call rate half paisa/sec from 12 am to 10am
• Free Internet and BL FnF rate can be taken multiple times
• to check bonus balance, tdial *124*55#
• this offer is only for banglalink play package customers
• this is a limited time offer.

Grameenphone Giving10 MB Emergency Internet Balance

Grameenphone 10 MB Emergency Internet Balance Details:

Applicable only for GP Prepaid customers
Customer needs to dial
*1010*2# to avail the offer
Eligibility: Customer need to have main balance Tk 1 or less with no data volume in account
In case of recharge, voice emergency balance will get first priority. In case of two emergency balances, the customer will receive the requested amount only after both the emergency balances have been deducted
Customers will be offered 10MB data loan @ Tk 5 (2 days validity)
Tk 5 will be deducted from account next time customer recharges
3% Supplementary Duty (SD) and 15 % VAT on price inclusive of SD will be applicable on the price mentioned above

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে ভুলে গেলে কী করবেন?

ওষুধ খেতে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তেমনই বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গেলেও আসলে মানুষটিকে দোষ দেওয়া যায় না। কিন্তু একবার পিল খাওয়া মিস হলে কী করতে হবে এ ব্যাপারে অনেকেই জানেন না। বকা খেতে হবে এই ভয়ে ডাক্তার বা পরিবারের কাউকেও জিজ্ঞেস করেন না। আপনাদের জন্যই জরুরী এই তথ্যগুলো।
যদিও এখান থেকে আপনি কিছু সাধারণ ধারণা পাবেন, কিন্তু এর পরেও জেনে রাখুন ডাক্তারের সাথে কথা বলাটাই সবচাইতে ভালো সমাধান। পিলটা যে খেতে বলেছে তার থেকেই উপদেশ নেওয়া ভালো। কারণ একেক ব্র্যান্ডের পিলে একেক ধরণের উপাদান থাকে। কিছু পিলের ক্ষেত্রে নতুন করে খাওয়া শুরু করলেই হয়। কিন্তু কিছু কিছু পিলের ক্ষেত্রে আবার ভুল করে না খাওয়াটা হতে পারে বেশ ঝুঁকিপূর্ণ।
এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার লুৎফুন্নাহার নিবিড় প্রিয়.কমকে জানান , ১-২ দিনের পিল মিস হয়ে গেলে যখন মনে পড়বে তখনই এই ১/২ দিনের পিল খেয়ে নিতে হবে এবং পরেরগুলো নিয়ম অনুযায়ী খেতে হবে। এর পাশাপাশি ইমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ বা এমন কোন ব্যাকআপ বার্থ কন্ট্রোল ব্যবহার করতে হবে। আর যদি ৫-৬ দিনের মিস হয়ে যায় তাহলে আর নতুন করে পিল খেতে হবে না কিন্তু সেই পুরো মাসের জন্য তাকে এবং তার স্বামীকে অন্য কোন বার্থ কন্ট্রোল মেথড ব্যবহার করতে হবে।
কিছু পিলের একই প্যাকেটের মাঝে কয়েক লেভেলের হরমোন সমৃদ্ধ পিল থাকে। একেক সময়ে একেকটা খেতে হয়। আপনি কোন পিলটা মিস করেছেন তার ওপর নির্ভর করে সমাধান একেক রকমের হবে। এখানে দেখে নিন কম্বিনেশন পিল খাওয়া মিস করলে কী করতে হবে তার ব্যাপারে কিছু তথ্য।
- Planned Parenthood এর মতে, একটানা সাতদিন বা তার বেশি গেলে গর্ভধারণের সম্ভাবনা থাকে। একটা প্যাক শেষ হবার পর নতুন একটা প্যাক শুরু করতে ভুলে গেলে অথবা পুরনো প্যাক শেষ না করলে এটা হতে পারে। এর জন্য এই চার্টটা দেখে নিতে পারেন।
- প্যাকের শুরুতে এক বা দুইটা পিল খেতে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই একটা খেয়ে নিতে হবে। এর পরেরটা মনে করে সময়মত খেয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আপনার একটা সাতদিনব্যাপি ব্যাকআপ বার্থ কন্ট্রোল মেথড ফলো করতে হতে পারে।
- ৩ দিন থেকে শুরু করে ২১ দিন এর মধ্যে যদি ২/১টা পিল খেতে ভুলে যান তাহলেও একইভাবে মনে পড়ার সাথে সাথে একটা পিল খেয়ে নিতে হবে এবং পরেরটা সময়মত খেতে হবে। এক্ষেত্রে সাধারণত কোন ব্যাকআপ লাগে না।
- প্রথম দুই সপ্তাহের মধ্যে তিনটা বা তার বেশি পিল মিস করলে এক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে একটা পিল খেয়ে নিতে হবে এবং পরেরটা সময়মত খেতে হবে। এক্ষেত্রে সাত দিনের ব্যাকআপ বার্থ কন্ট্রোল দরকার হবে।
- তৃতীয় সপ্তাহে যদি তিনটা বা তার বেশি পিল মিস করেন তাহলে আর ওই প্যাক থেকে ওষুধ খাবেন না, পুরো প্যাকের ওষুধ ফেলে দিয়ে নতুন একটা প্যাক শুরু করতে হবে। এক্ষেত্রে সাতদিনের ব্যাকআপ লাগবে।
প্রেগ্নেন্সি টেস্ট করে নেওয়াটা ভালো এক্ষেত্রে।
কী করতে হবে এক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভালো, তবে তারমানে এই নয় যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। আপনি ফোন করেও জেনে নিতে পারেন কী করা দরকার। এছাড়া ওষুধের প্যাকের সাথে যে নির্দেশিকা থাকে সেটা থেকেও আপনি কিছু তথ্য পেতে পারেন। গর্ভধারণের সম্ভাবনা থাকলে আপনি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভের ব্যাপারেও চিন্তা করে দেখতে পারেন।

জাতীয় পরিচয়পত্রের গোপন নম্বরের সংকেত জানুন

প্রাপ্তবয়স্ক সকল বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র রয়েছে। যারা এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে জেনে থাকেন তা সম্পূর্ণ ভুল। তা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। ভোটারের বয়স যাচাই-বাচাই সহ নানা কাজে এই কার্ড ব্যবহৃত হয়।
প্রিয় পাঠক, একটু লক্ষ্য করলে দেখবেন জাতীয় পরিচয়পত্রের নীচের দিকে লাল রংয়ের কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি। কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? তাহলে জেনে নিন এখুনি।
১) প্রথম দুই সংখ্যা: জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।
২) পরবর্তী এক সংখ্যা: এটা আরএমও (RMO) কোড। সিটি কর্পোরেশনের জন্য ৯, ক্যান্টনমেন্ট ৫, পৌরসভা ২, পল্লী এলাকা ১। পৌরসভার বাইরে শহর এলাকা ৩, অন্যান্য ৪।
৩) পরবর্তী দুই সংখ্যা: এটা উপজেলা বা থানা কোড।
৪) পরবর্তী দুই সংখ্যা: এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)।
৫) শেষ ছয় সংখ্যা: আইডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর। বর্তমানে আবার ১৭ ডিজিটের আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম চার ডিজিট হচ্ছে জন্ম সাল।

আপনার বেতন ও পেনশন কত? দেখে নিন

আপনার বেতন ও পেনশন কত? দেখে নিন
সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন নিরূপণে অনলাইন পদ্ধতির প্রবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। এ পদ্ধতির মাধ্যমে সরকারি চাকুরেরা নিজেই অনলাইনে অষ্টম বেতন কাঠামোয় নিজের বেতন ও পেনশন কত দাঁড়াল, তা নিরূপণ করতে পারবেন। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সুবিধা নিয়ে অফিস বা ঘরে বসে বেতন-ভাতা তুলতে পারবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের এ পদ্ধতিতে ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনের নম্বর লিখলেই ব্যাংকের হিসাব নম্বরের সব তথ্য চলে আসেবে।
please click here to know

সকল চাকরিজীবীর জন্য পেনশনের হিসাব

সকল চাকরিজীবীর জন্য পেনশনের হিসাব
কিভাবে করবেন পেনশনের হিসাব? আসুন জেনে নেওয়া যাক।
চাকরি ২৫ বছর হলে আপনি আপনার পেনশনের ৮০(%) শতাংশ পাওনাদার হবেন। চাকরি ১০ বছর হলে আপনি পেনশনের আওতায় আসবেন। আপনি তখন মোট পেনশনের ৩২(%) শতাংশ প্রাপ্ত হবেন। ১০ বছরের নিচে চাকরিকাল হলে আপনি পেনশনের আওতাভুক্ত বলে গন্য হবেন না।
আপনি কত টাকা পেনশন পাবেন?
ধরুন মহিবুর সাহেবের চাকরিকাল ১৫ বছর। তার বর্তমান বেসিক ১০ হাজার টাকা। তাহলে……….
১. তিনি মোট পেনশনের কত শতাংশ পাবেন?
সূত্রটি হলঃ চাকরিকাল x ৩.২= পেনশন প্রাপ্তির শতকরা হার
সুতরাং- ১৫ x ৩.২= ৪৮%
২. তিনি কত টাকা এককালিন পাবেন?
সূত্রটি হলঃ (বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ x বাধ্যতামুলক সমর্পিত অনুতোষিক
সুতরাং- (১০০০০ x ৪৮%) ÷ ২ x ২০০
= ৪৮০০ ÷  ২ x ২৪৫
= ২৪০০ x ২৪৫
= ৫৮৮০০০ টাকা
৩. তিনি প্রতি মাসে কত টাকা করে পাবেন?
সূত্রটি হলঃ (বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ + ৭০০
সুতরাং- (১০০০০ x ৪৮%) ÷ ২ + ৭০০
= ৪৮০০ ÷  ২+ ৭০০
= ২৪০০ +৭০০
= ৩১০০ টাকা
বিঃদ্রঃ- ২৩/১২/২০১৩ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাধ্যতামুল সমর্পিত আনুতোষিক এপরিমান বাড়ানো হয়েছে যার স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০২৭.১৩-১৬০
প্রজ্ঞাপন পেনশন সুবিধার আওতাভুক্ত অবসর গ্রহনকারী চাকুরে কিংবা মৃত্যবরণকারী চাকুরের পরিবারের জন্য বিধিমোতাবেক প্রাপ্য আনুতোষিকের হার নিম্নরুপভাবে পনঃনির্ধারণ করা হলো:
ক) বাধতামূলকভাবে সমর্পিত আনুতোষিকঃ অবসর গ্রহনকারী চাকুরে কিংবা মৃত্যবরণকারী চাকুরের পরিবার বিধি মোতাবেক বাধ্যতামূলকভাবে সমর্পিত অর্ধেক(৫০%) গ্রস পেনশনের প্রতি ১(এক) টাকার বিপরীতে নিম্নোক্ত ছকের ৪র্থ কলামে বর্ণিত হারে আনুতোষিক প্রাপ্য হবেন।
ক্রমিক নং
পেনশনযোগ্য চাকুরীকাল
আনতোষিকের হার (টাকায়)
বিদ্যমানপুনঃনির্ধারিত
১ ২ ৩ ৪

১০ বছরের বা ততোধিক কিন্তু ১৫ বছরের কম
২৩০টাকা২৬০টাকা

১৫ বছরের বা ততোধিক কিন্তু ২০ বছরের কম
২১৫টাকা ২৪৫টাকা
৩ ২০ বছরের বা ততোধিক ২০০টাকা ২৩০টাকা
(খ) স্বেচ্ছায় সমর্পিত অবশিষ্ট আনতোষিকঃ গ্রস পেনশনের অবশিষ্ট অর্ধেক (৫০%)একসাথে সমর্পণকারী অবসরভোগীগণ কলাম-৪ এ বর্নিত হারের অর্ধেক হারে আনুতোষিক প্রাপ্য হবেন।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হয়েছে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হয়েছে, যার ফলে জানুয়ারিতে নতুন কাঠামোয় বেতন তুলবেন তারা।
মন্ত্রিসভায় অনুমোদনের তিন মাস পর মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয় থেকে অষ্টম বেতন কাঠামোর এই গেজেট প্রকাশ করা হয়।
টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এনিয়ে আপত্তি জানিয়ে আন্দোলনেও নেমেছিল।
এরপর এই বেতন কাঠামো পর্যালোচনায় একটি কমিটি হলেও তার কোনো সুরাহা না হওয়ার মধ্যে গেজেট প্রকাশ হল।
গেজেট প্রকাশ হওয়ায় আগামী জানুয়ারি মাসে যে বেতন তুলবেন ২১ লাখ সরকারি কর্মী, তা নতুন কাঠামোয়।
গত ১ জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর ধরা হবে বলে সেই অর্থ বকেয়া হিসেবে পাবেন তারা।
গেজেটে বলা হয়েছে, “কর্মচারীগণ ১ জুলাই ২০১৫ তারিখ হইতে এই আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে প্রাপ্য হইবেন।
“এই আদেশের অধীন প্রদেয় অন্যান্য সকল ভাতা ৩০ জুন ২০১৫ তারিখে প্রাপ্য অঙ্কে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত প্রদান করা হবে।”
নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ৮২৫০ টাকা।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও এদের সমমর্যাদার পদের বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদের বেতন ৮২ হাজার টাকা।
বিদ্যমান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলোপ করে গেজেটে বলা হয়েছে, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে ১০ বছর সন্তোষজনকভাবে চাকরি করলে তিনি স্বয়ংক্রিয়ভাবে একাদশ বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন।
আর কোনো স্থায়ী কর্মচারী চাকরির ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার পর পরবর্তী ছয় বছর পদোন্নতি না পেলে তার চাকরি সন্তোষজনক হলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন বলে গেজেটে উল্লেখ রয়েছে।
গেজেট প্রকাশের আগের দিন অর্থাৎ গত ১৪ ডিসেম্বর পর্যন্ত যেসব সরকারি কর্মচারী সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পেয়েছেন, তা বহাল থাকবে বলেও গেজেটে বলা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রতি বছরের ১ জুলাই একসঙ্গে সব সরকারি কর্মচারীর বেতন বাড়বে।
এছাড়া নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন।