BanglaData.Blogspot.Com

BanglaData.Blogspot.Com

āϏোāĻŽāĻŦাāϰ, ā§Š āφāĻ—āϏ্āϟ, ⧍ā§Ļā§§ā§Ģ

āϏāϚেāϤāύ āĻšāωāύ

ফেইসবুক এবং হোয়াটসএপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কারীরা হয়তো প্রায়ই ইনবক্সে একটি ম্যাসেজ পেয়ে থাকেন... ম্যাসেজটি নিম্নরুপঃ 'লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ।' উপরের কালেমা টি ৪০ জনকে ম্যাসেজ করে পাঠান। অথবা, 'ইয়া আল্লাহু', 'ইয়া রহমানু', 'ইয়া রহিমু' আল্লাহর এই পবিত্র নাম গুলো ৪০ জনকে ম্যাসেজ করে পাঠান। যদি পাঠান তবে ৩ দিনের মধ্যে নিশ্চিত কোন সুসংবাদ পাবেন আর যদি অবিশ্বাস করেন তাহলে ৩ দিনের মধ্যে কোন ক্ষতির সংবাদ পাবেন.. ইত্যাদি ! ইত্যাদি ! এ জাতীয় ম্যাসেজের সাথে আমরা সবাই পরিচিত। আগে যখন মোবাইল ছিলো না, তখন এসব কাগজে ছাপিয়ে বিলি করতে বলা হতো। মোবাইলের ব্যবহার শুরু হওয়ার পর থেকে ম্যাসেজ করার কথা বলা হতো। আর এখন এগুলো ফেইসবুকে ইনবক্স বলা হচ্ছে। আর একজনের দেখাদেখি একজন অন্যজনকে ইনবক্সে ম্যাসেজ পাঠিয়ে কথাগুলো ছড়িয়ে দিচ্ছে। সবাই কে অনুরোধ করছি, আপনারা এ ধরনের ম্যাসেজ পেলে কখনোই অন্যকে সেন্ড করবেন না। আর সেন্ড করলেও এটা লিখবেন না যে, এত দিনের মধ্যে সুখবর/দুঃখের পাবেন। এগুলো হলো ঈহুদী- নাসারাদের ষড়যন্ত্র। ঈহুদী- নাসারারা এ ধরনের কথা লিখে মুসলিমদের মাঝে ছড়িয়ে দেয়। এখন কোন মুসলিম যদি কালেমা বা আল্লাহর পবিত্র নাম গুলো ৪০ জন কে পাঠালো কিন্তু ৩ দিনের মধ্যে সে যদি কোন সুসংবাদ না পায় তবে কালেমা বা আল্লাহর নামের প্রতি তার আস্থা বিনষ্ঠ হতে পারে। সে ভাবতে পারে, হয়তো আল্লাহর নাম বা কালেমার সুসংবাদ দেয়ার কোনক্ষমতা নেই... (নাউজুবিল্লাহ) এভাবে ঈহুদী- নাসারারা ইসলামকে ধংস করার জন্য এবং মুসলিমদের ঈমানকে দুর্বল করার জন্য সর্বদা ফাঁদ পেতে চলেছে, তাদের পাতা ফাঁদে ধরা দিবেন না... আল্লাহর নিকট হতে সুসংবাদ পেতে চাইলে আল্লাহর হুকুম ও রসুল (সাঃ) এর নির্দেশ মেনে চলুন। ফরজ, ওয়াজিব, সুন্নাহ সঠিকভাবে পালন করুন। ইনশা আল্লাহ, সু- সংবাদ পাবেন... আল্লাহ আমাদের সকলকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুক..

āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Šā§§ āϜুāϞাāχ, ⧍ā§Ļā§§ā§Ģ

āϜেāύেāϰাāĻ–ুāύ ā§§ āĻĨেāĻ•ে ā§§ā§§ āύāĻŽ্āĻŦāϰ āϏংāĻ•েāϤ āϏāĻŽুāĻšেāϰ āĻ•াāϰ্āϝāĻ•াāϰীāϤা

জেনেরাখুন     ১ থেকে ১১ নম্বর সংকেত সমুহের কার্যকারীতা

জেনে নিন ১১ পর্যন্ত সংকেতের মাধ্যমে কি বোঝায় হয় তা দেয়া হল।
১ নং দূরবর্তী সতর্ক সংকেতঃ

জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার (কি.মি.)। ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে।

২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেতঃ
দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে।

৩ নং স্থানীয় সতর্ক সংকেতঃ
বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কি.মি. হতে পারে।

৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেতঃ
বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কি.মি.। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

৫ নং বিপদ সংকেতঃ
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

৬ নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

7 নং বিপদ সংকেতঃ
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

৮ নং মহাবিপদ সংকেতঃ
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. বা এর বেশী হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।


৯ নং মহাবিপদ সংকেতঃ
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. বা এর বেশী হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

1০ নং মহাবিপদ সংকেতঃ
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. বা এর বেশী হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে।
১১ নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত
আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তা আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করেন।

āϜেāύেāύিāύ Function key āĻ—ুāϞোāϰ āĻ•াāϜ


Function key গুলোর কাজ

আমরা জানি, F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয় । এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কাজ কি।
F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।
আশা করি এই তথ্য গুলো আপনাদের অনেক কাজে আসবে।

Android Smartphone āĻ•েāύাāϰ āφāĻ—ে āϝা āϝা āϜেāύে āϰাāĻ–া āωāϚিāϤ !

Android Smartphone কেনার আগে যা যা
জেনে রাখা উচিত !
বর্তমানে Android Smart ব্যাপক
জনপ্রিয়। সবাই চায় একটা ভালো
মানের Android Smart Phone কিনতে।
কিন্তু Android Smart Phone সম্পর্কে
সবার ভালো ধারনা নেই, বিশেষ করে
নতুন ব্যাবহারকারী যার। যারা
নতুন ইউজার বা নতুন ফোন কিনবেন
তাদের জন্য এই পোষ্টটি।।
Android SmartPhone (স্মার্টফোন)
প্রকৃত পক্ষে Android ফোনকে ফোন
না বলে একটি Mini Computer বলা যেতে
পারে। একটি ভাল মানের প্রসেসর
অনেক দ্রুত কাজ করতে সাহায্য
করবে। আর Ram যত বেশি হবে, তত বেশি
ও বড় Application এবং Games চালাতে
পারবেন। GPU হচ্ছে Graphic Processing
Unitএর সংক্ষিপ্ত রূপ। GPUএর প্রধান
কাজ হচ্ছে মোবাইলের Displayতে
যেসব জিনিস আসবে, সেগুলোকে
Process করা এবং অন্য আরেকটি
Processor, যার কাজ শুধু Graphics Process
করা।। যেমন:- ভিডিও, গেমস।
GPU Powerful হলে HD Games ও HD Videos
চালানো কোন ব্যাপার নয়।
Android Smart Phone কেনার আগে যেসব
বিষয় জেনে রাখা উচিত তা
নিন্মে সংক্ষেপে আলোচনা করা
হলো
প্রসেসর (Processor)
যেসব কাজগুলো প্রসেসর করতে
পারে, তাকে বলা হয় ইন্সট্রাকশন
(Instraction) সেট। একটি
অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে
প্রথমেই দেখতে হবে ইন্সট্রাকশন
সেট কোনটি। পুরাতন ফোনের
প্রসেসরের থাকে ARMV6 বা ARM11
ইন্সট্রাকশন সেট, যেটা এখনকার
যুগের নতুন কোন বড়সড়
অ্যাপলিকেশন বা গেম চালাতে
পারে না। এখন আর ARMv6 ফোন না
কেনাই ভাল। ইন্সট্রাকশনের তথ্য
আপনি ফোনের স্পেসিফিকেশন
দেখলেই পেয়ে যাবেন। যদি ARMv7
বা এর পরের হয়, প্রসেসরটি
উন্নতমানের। এরপর হচ্ছে প্রসেসরের
গঠন বা আর্কিটেকচার। কাজ শুধু
জানলেই হবেনা, বলিষ্ঠ
শক্তিশালী হতে হবে।।
Processor Architecture
ARMv7-এর মধ্যে Architecture
(আর্কিটেকচার) মুলত পাঁচ ধরনের।
এগুলো হচ্ছেঃ--> Cortex A5, A7, A8, A9
ও A15..
প্রত্যেকটি কোম্পানিই এই পাঁচ
ধরনের Architecture (আর্কিটেকচার)
মেনেই Processor তৈরি করা হয়ে
থাকে। Cortex A5 মূলত অনেক পুরাতন ও
বেশ দুর্বল। অন্যদিকে Cortex A15
সবচেয়ে শক্তিশালী। সম্প্রতি
সময়ে বাজারে আসা Android Smart
Phone কেনার সময় সম্ভব হলে Cortex A9
দেখে নেয়া উচিত। আর তা না হলে
Cortex A7.. তবে Cortex A5 এর
স্মার্টফোন না নেয়াই ভাল।
কিন্তু যারা ফোনে HD Games
খেলে না বা
HD Video দেখে না, তাদের জন্য আবার
Cortex A5 দেখে নেওয়াই ভালো।
কারন Cortex A5 আর্কিটেকচারের
প্রসেসরগুলো খুবই কম Battery Use করে,
যার ফলে ফোনে দীর্ঘ ব্যাটারি
ব্যাকআপ পাওয়া যায়।
**প্রসেসরের আরেকটি ব্যাপারটি
হলো NEON সাপোর্ট।
NEON কঠিন কিছু না। NEON Supported
হলে আপনার ফোনের প্রসেসর উচ্চ
মানের ভিডিও সরাসরি প্লে করতে
বা চালাতে পারবে।
>> Clock Speed বা প্রসেসরের কাজের
গতি:-->
Clock Speed যত বেশি হবে, ততো ভাল।
>> প্রসেসরের আরেকটি বিষয়,
Processor মাল্টিকোর (MultiCore) কিনা?
Dual Core মানে দুইটি প্রসেসর, Quad
Core মানে ৪টি। প্রসেসর। ঠিক এমনি
ভাবে Hexa Core মানে ৬টি প্রসেসর
এবং Octa Core মানে ৮টি প্রসেসর।
প্রসেসরের Coreই সবকিছু না।
প্রসেসর কোন Architecture এর সেটা বড়
ব্যাপার। যেমন Dual Core Cortex A9 এর
স্কোর যদি হয় 40, Quad Core Cortex A7 এর
স্কোর হবে 50.. তবে HD Games খেলার
জন্য Quad Core বা তারচেয় বেশি Core
দেখে কেনা উচিত। তাই প্রথমে
দেখা উচিৎ প্রসেসর ইন্সট্রাকশন
সেট ও আর্কিটেকচার।।
Ram (Random Access Memory)
আমাদের মেমোরি কার্ড বা ফোন
মেমোরি প্রসেসর যে হারে কাজ
করে, সেই হারে ডাটা পরে দিতে
পারেনা। তাই
ডাটা আগে Ramএ নেয়া হয়, যা
অনেক দ্রুত কাজ করে।
Ram যতো বেশি, ততো বেশি ডাটা
দ্রুত প্রসেসরে যেতে পারে। ফলে
ফোন অনেক দ্রুত কাজ করে ফেলতে
পারে। Ramএরও Speed এবং
আর্কিটেকচার (Architecture)
আছে। Ram মুলত তিন ধরনের হয়।
যথাঃ--> DDR-1, DDR-2 ও DDR-3..
DDR-1 Ramএর চেয়ে DDR-2 ভালো ও
স্পীড বেশী,
ঠিক একইভাবে DDR-2 এর চেয়ে DDR-3
ভালো এবং স্পীড বেশি।. 512MB Ram
যুক্ত ফোন নিতে পারেন তবে 1GB
বা তার বেশী হলে ভাল হয়। Ram যত
বেশী হবে ফোন ততো দ্রুত কাজ
করবে।।
জিপিইউ (GPU: Graphics Processing Unit)
Android Smart Phoneএ GPU একটি
গুরুত্বপূর্ণ বিষয়।
নিচে বিভিন্ন শ্রেণীর GPUএর
তালিকা দেওয়া হলো।।
>> প্রথম শ্রেণীর GPU:-
Adreno 420, Adreno 330, PowerVR G6430, ARM
Mali-T628, PowerVR GSX 544 MP4, ARM Mali-
T604, NVIDIA GeForce Tegra 4, PowerVR SGX543
MP4, Adreno 320, PowerVR SGX543 MP2,
PowerVR SGX545, PowerVR SGX544
>> দ্বিতীয় শ্রেণীর GPU:-
Adreno 305, Adreno 225, ARM Mali-400 MP4,
NVIDIA GeForce ULP (Tegra 3), Broadcom
VideoCore IV, Adreno 220, ARM Mali-400 MP2,
NVIDIA GeForce ULP (Tegra 2), PowerVR GSX540
>> তৃতীয় শ্রেণীর GPU:-
Adreno 200,Andreno 205, Andreno 203, Mali 400,
Tegra, PowerVR 531 Etc...
এখানে শ্রেণী মানেই সবকিছু না।
প্রায় সব ধরনের গেমই তৃতীয়
শ্রেণীর GPUতেও চলে। তবে যতো
ভালো GPU হবে, তত ভালো
পারফরম্যান্স পাওয়া যাবে। তাই
যতদূর
বাজেটে সম্ভব নতুন GPU দেখে ফোন
কেনা উচিৎ।
>> GPUএর সাথে সম্পর্কিত একটি
বিষয় হচ্ছে Screen Resolution.. Resolution
বেশি হলে বেশি Pixel অর্থাৎ বেশি
ডাটা GPUকে Process করতে হয়। তাই
ফোনে রেজুলেশন বেশি হলে,
শক্তিশালী GPU থাকতেই
হবে, নাহলে ফোন অনেক Slow কাজ
করবে। আর আরেকটি বিষয় হচ্ছে HD
Video, তালিকায় সব GPUই HD Video
চালাতে সক্ষম। তবে 1080P HD Videoএর
জন্যে অন্তত দ্বিতীয় শ্রেণীর
GPU থাকতে হবে। 720P HD Video
সবগুলোই GPU চালাতে পারবে।
ডিসপ্লে (Display)
Display একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কোন Technology এর Display আপনি চান তা
পছন্দ করা। Market এ বর্তমানে Amoled,
Retina, IPS,LCD ইত্যাদি বিভিন্ন
ধরনের ডিসপ্লে সম্পন্ন Mobile
পাওয়া যায়। এগুলোর Picture Quality/
Brightness/Angling View/Clearness/ Sharpness
ইত্যাদি ব্যাপারগুলো অনেক
গুরুত্বপূর্ণ।
Screen Size
আরেকটি ব্যাপার হচ্ছে Screen Size।
আপনি যদি বড় স্ক্রিন পছন্দ করেন
তাহলে 5"-5.5" , আর ছোট পছন্দ করলে
4"-4.5" দেখে কেনা ভালো।
PPI(Pixels Per Inch)
PPI যদি কম হয় , তবে ফোনে ভাল
মানের Graphics পাবার আশা করা যায়
না। তবে PPI যত বেশি, ফোনের দামও
ততো বেশি! PPI-250 নিচে না কেনাই
ভালো। ফোনের Resolution যতো বেশী
হবে, PPI ও ততো বেশী হবে।
Touch
বর্তমানে Capacitive আর Resistive দুই
ধরনের টাচ
টেকনোলজি বাজারে আছে। ভুল
করেও Resistive Touchএর ফোন কিনবেন
না! কারন Resistive Touch অনেক
ঝামেলার।
Protection
ভালো মানের Protection থাকলে Screen
এ Scratch বা দাগ পড়ার কোন
সম্ভাবনা থাকে না। Protection এর
মধ্যে রয়েছে Corning Gorilla Glass
1st,2nd, 3rd Generation ইত্যাদি।
ক্যামেরা (Camera)
অনেকে মনে করেন যে, ফোনে HD Video
Recording শুধু ক্যামেরার সেন্সরের
উপর নির্ভর করে। কিন্তু
মোবাইলের 720P এবং 1080P ভিডিও
রেকর্ডিং আসলে ভালো GPU এবং
CPUএর উপর নির্ভর করে। ক্যামেরার
সেন্সর শুধু ছবি বা ভিডিও রেকর্ড
করে। পরবর্তী পর্যায়ে কিন্তু
সেটি চলে যায় সিপিইউ এবং
জিপিইউ কাছে প্রকিয়াকরণ
(Rendering) এর জন্য।।
মেমোরি (Memory)
ফোনে যদি SD Card Slot না থাকে, তবে
Internal Mass Storage Minimum 16/32GB আছে
কিনা দেখে নিন। আর SD CardSlot
থাকলে তো আরো ভালো। SD Card
আলাদা কিনলে, অবশ্যই Class 10 দেখে
কিনুন।।
সর্বপরি
কম্পিউটারের কনফিগারেশনের
মতোই স্মার্টফোন কেনার সময়ও
আপনাকে পুরো কনফিগারেশনকেই
বিচারে রাখতে হবে। উপরের বিষয়
গুলোর সাথে সাথে অন্য সব Features
(যেমন:- 3G, Battery Backup, HTML-5, Flash
Player Supported কিনা, GPS ইত্যাদি)
মিলিয়ে বাজেটের ভিতর
সবচেয়ে সেরা ফোনটি বেছে নিন।
Specifications দেখে আপনি কেবল
প্রাথমিকভাবে আপনার পছন্দের
ফোনটি Select করবেন। ফোনে আসলেই
পারফরম্যান্স কেমন, বিল্ড
কোয়ালিটি, ডিসপ্লে
কোয়ালিটি ইত্যাদি বিষয়গুলো
আপনাকে সেট হাতে নিয়ে দেখতে
হবে। তাই নিজে নেড়েচেড়ে না
দেখে কেবল স্পেসিফিকেশনের উপর
ভিত্তি করে কখনো ফোন না কেনাই
ভালো।।

āψāĻĻেāϰ āύাāĻŽাāϝেāϰ āύি⧟āĻŽ¤¤

¤āψāĻĻেāϰ āύাāĻŽাāϝেāϰ āύি⧟āĻŽ¤¤
āĻĒ্āϰāĻĨāĻŽে āύি⧟āϤ āĻ•āϰāϤে āĻšāĻŦে। āĻ…āĻŦāĻļ্āϝ āĻŽāύেāϰ
āχāϚ্āĻ›াāĻ•েāχ āύি⧟āϤ āĻŦāϞে। āĻāϰāĻĒāϰ āωāĻ­āϝ় āĻšাāϤ āĻ•াāύ
āĻŦāϰাāĻŦāϰ āωāĻ িāϝ়ে ‘āφāϞ্āϞাāĻšু āφāĻ•āĻŦাāϰ’ āĻŦāϞে āĻšাāϤ
āĻŦাঁāϧāϤে āĻšāĻŦে। āĻšাāϤ āĻŦাঁāϧাāϰ āĻĒāϰ āĻ›াāύা āĻ…āϰ্āĻĨাāϤ্
‘āϏুāĻŦāĻšাāύাāĻ•া āφāϞ্āϞাāĻšুāĻŽ্āĻŽা’ āĻļেāώ āĻĒāϰ্āϝāύ্āϤ
āĻĒāĻĄ়āϤে āĻšāĻŦে। āĻāϰāĻĒāϰ āφāϞ্āϞাāĻšু āφāĻ•āĻŦাāϰ āĻŦāϞে āĻšাāϤ
āĻ•াāύ āĻĒāϰ্āϝāύ্āϤ āωāĻ িāϝ়ে āĻ›েāĻĄ়ে āĻĻিāϤে āĻšāĻŦে।
āĻĻ্āĻŦিāϤীāϝ়āĻŦাāϰāĻ“ āĻāĻ•āχ āύিāϝ়āĻŽে āϤাāĻ•āĻŦিāϰ āĻŦāϞে āĻšাāϤ
āĻ›েāĻĄ়ে āĻĻিāϤে āĻšāĻŦে।
āχāĻŽাāĻŽ āϏাāĻšেāĻŦ āϤৃāϤীāϝ়āĻŦাāϰ āϤাāĻ•āĻŦিāϰ āĻŦāϞে āĻšাāϤ
āĻŦেঁāϧে āφāωāϜুāĻŦিāϞ্āϞাāĻš āĻ“ āĻŦিāϏāĻŽিāϞ্āϞাāĻš
āĻĒāĻĄ়ে āϏূāϰা āĻĢাāϤিāĻšাāϰ āϏāĻ™্āĻ—ে āĻ…āύ্āϝ
āϝে āĻ•োāύো āϏূāϰা āϤিāϞাāĻ“āϝ়াāϤ āĻ•āϰāĻŦেāύ।
āĻ āϏāĻŽāϝ় āĻŽুāĻ•্āϤাāĻĻিāϰা āύীāϰāĻŦে āĻĻাঁāĻĄ়িāϝ়ে āĻĨাāĻ•āĻŦেāύ।
āĻāϰāĻĒāϰ āχāĻŽাāĻŽ āϏাāĻšেāĻŦ āύিāϝ়āĻŽāĻŽāϤ āϰুāĻ•ু-
āϏিāϜāĻĻা āϏেāϰে āĻĻ্āĻŦিāϤীāϝ় āϰাāĻ•াāϤেāϰ āϜāύ্āϝ
āĻĻাঁāĻĄ়াāĻŦেāύ।
āĻŽুāĻ•্āϤাāĻĻিāϰা āχāĻŽাāĻŽ āϏাāĻšেāĻŦেāϰ āĻ…āύুāϏāϰāĻŖ āĻ•āϰāĻŦেāύ।
āĻĻ্āĻŦিāϤীāϝ় āϰাāĻ•াāϤে āχāĻŽাāĻŽ āϏাāĻšেāĻŦ
āĻĒ্āϰāĻĨāĻŽে āϏূāϰা āĻĢাāϤিāĻšাāϰ āϏāĻ™্āĻ—ে āĻ…āύ্āϝ
āϏূāϰা āĻĒāĻĄ়āĻŦেāύ। āĻāϰāĻĒāϰ āφāĻ—েāϰ āĻŽāϤো āϤিāύ āϤাāĻ•āĻŦিāϰ
āĻŦāϞāϤে āĻšāĻŦে।
āĻĒ্āϰāϤি āϤাāĻ•āĻŦিāϰেāϰ āϏāĻŽāϝ়āχ āωāĻ­āϝ় āĻšাāϤ āĻ•াāύ
āĻĒāϰ্āϝāύ্āϤ āωāĻ িāϝ়ে āĻ›েāĻĄ়ে āĻĻিāϤে āĻšāĻŦে।
āϚāϤুāϰ্āĻĨ āϤাāĻ•āĻŦিāϰ āĻŦāϞে āĻšাāϤ āύা āωāĻ িāϝ়েāχ
āϰুāĻ•ুāϤে āϚāϞে āϝেāϤে āĻšāĻŦে।
āĻāϰāĻĒāϰ āĻ…āύ্āϝাāύ্āϝ āύাāĻŽাāϜেāϰ āύিāϝ়āĻŽেāχ āύাāĻŽাāϜ
āĻļেāώ āĻ•āϰে āϏাāϞাāĻŽ āĻĢেāϰাāϤে āĻšāĻŦে।
āψāĻĻেāϰ āύাāĻŽাāϜ āĻļেāώে āχāĻŽাāĻŽ āϏাāĻšেāĻŦ āĻ–ুāϤāĻŦা āĻĒাāĻ 
āĻ•āϰāĻŦেāύ।
āĻŽুāϏāϞ্āϞিāĻĻেāϰ āϜāύ্āϝ āϜুāĻŽাāϰ āĻ–ুāϤāĻŦাāϰ āĻŽāϤো āĻāχ
āĻ–ুāϤāĻŦা āĻļোāύা āĻ“āϝ়াāϜিāĻŦ।


āϝেāĻ­াāĻŦে āϤৈāϰি āĻšāϝ় āĻŦোāϰ্āĻĄ āĻĒāϰীāĻ•্āώাāϰāĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ

āϝেāĻ­াāĻŦে āϤৈāϰি āĻšāϝ় āĻŦোāϰ্āĻĄ āĻĒāϰীāĻ•্āώাāϰ
āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ
āĻĒ্āϰāĻ•্āϰিāϝ়াāϟা
āĻļুāϰু āĻšāϝ়ে āϝাāϝ়
āĻĒāϰীāĻ•্āώা āĻļুāϰুāϰ
āĻĒাঁāϚ āĻĨেāĻ•ে āĻ›āϝ়
āĻŽাāϏ āφāĻ—ে।
āϏংāĻļ্āϞিāώ্āϟ
āĻļিāĻ•্āώা
āĻŦোāϰ্āĻĄেāϰ āύিāϰ্āĻĻেāĻļে āĻļিāĻ•্āώাāĻĒ্āϰāϤিāώ্āĻ াāύ
āĻĨেāĻ•ে āĻļিāĻ•্āώāĻ• āĻŦাāĻ›াāχ āĻ•āϰাāϰ āĻŽāϧ্āϝ āĻĻিāϝ়ে āĻļুāϰু
āĻšāϝ় āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āĻĒ্āϰāĻŖāϝ়āύেāϰ āĻĒ্āϰাāĻĨāĻŽিāĻ• āĻ•াāϰ্āϝāĻ•্āϰāĻŽ।
āĻĒ্āϰāϤিāϟি āĻŦিāώāϝ়েāϰ āĻĒ্āϰāϤিāϟি āĻĒāϤ্āϰেāϰ āϜāύ্āϝ
āĻŦাāĻ›াāχ āĻ•āϰা āĻšāϝ় āϚাāϰāϜāύ āĻ…āĻ­িāϜ্āĻž āĻļিāĻ•্āώāĻ•।
āĻļিāĻ•্āώāĻ•āϰা āύিāϜ āĻŦোāϰ্āĻĄেāϰ āĻĒ্āϰāĻļ্āύ āϤৈāϰি āĻ•āϰāϤে
āĻĒাāϰেāύ āύা। āĻ…āϰ্āĻĨাā§Ž āĻāĻ• āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ
āĻĒ্āϰāĻļ্āύ āĻĒ্āϰāĻŖāϝ়āύ āĻ•āϰেāύ āĻ…āύ্āϝ āĻŦোāϰ্āĻĄেāϰ
āĻļিāĻ•্āώāĻ•āϰা। āϏাāϧাāϰāĻŖ āϧাāϰাāϰ āĻĒ্āϰāĻļ্āύ āĻāĻ­াāĻŦে
āĻ•āϰা āĻšāϞেāĻ“ āϏৃāϜāύāĻļীāϞ āĻĒ্āϰāĻļ্āύ āĻĒ্āϰāĻŖāϝ়āύ āĻ•āϰা āĻšāϝ়āĻĸাāĻ•াāϝ় āĻ•েāύ্āĻĻ্āϰীāϝ়āĻ­াāĻŦে।
āϏৃāϜāύāĻļীāϞ āĻĒ্āϰāĻļ্āύ
āĻĒ্āϰāĻŖāϝ়āύ āĻ•াāϰ্āϝāĻ•্āϰāĻŽে āĻ…ংāĻļ āύেāύ āϏāĻŦ āĻŦোāϰ্āĻĄেāϰ
āĻĒ্āϰāĻļ্āύ āĻĒ্āϰāĻŖেāϤাāϰা।
āϏিāϞেāϟ āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ āĻĒāϰীāĻ•্āώা āύিāϝ়āύ্āϤ্āϰāĻ•
āφāĻŦ্āĻĻুāϞ āĻŽাāύ্āύাāύ āĻ–াāύ āϜাāύাāύ, āύৈāϰ্āĻŦ্āϝāĻ•্āϤিāĻ•
āĻĒ্āϰāĻļ্āύ āϏিāϞেāϟ āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄ āĻĒ্āϰāϏ্āϤুāϤ āĻ•āϰāϞেāĻ“
āϏৃāϜāύāĻļীāϞ āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āϏāĻŦ āĻŦোāϰ্āĻĄেāϰ āĻĒāĻ•্āώে
āĻĒ্āϰāĻŖāϝ়āύ āĻ•āϰে āĻĸাāĻ•া āĻŦোāϰ্āĻĄ। āĻĒ্āϰāĻĨāĻŽ āϧাāĻĒে
āĻĒ্āϰāĻļ্āύāĻ•āϰ্āϤা āύিāϝ়োāĻ— āĻ•āϰা āĻšāϝ়। āĻĒ্āϰāĻļ্āύāĻ•āϰ্āϤা
āύিāϝ়োāĻ—েāϰ āϜāύ্āϝ āϏিāϞেāϟ āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ
āĻŦাāχāϰে āĻĨেāĻ•ে āφāĻŦেāĻĻāύ āĻ—্āϰāĻšāĻŖ āĻ•āϰা āĻšāϝ়।
āφāĻŦেāĻĻāύāĻ•াāϰীāϰ āĻŦিāώāϝ়ে āĻĒ্āϰāϝ়োāϜāύীāϝ় āĻ–োঁāϜāĻ–āĻŦāϰ
āύিāϝ়ে āϏāύ্āϤুāώ্āϟ āĻšāĻ“āϝ়াāϰ āĻĒāϰ āĻŦোāϰ্āĻĄ āϤাঁāĻĻেāϰ āĻ
āĻ•াāϜেāϰ āĻĻাāϝ়িāϤ্āĻŦ āĻĻেāϝ়।
āϰাāϜāĻļাāĻšী āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ āĻĒāϰীāĻ•্āώা
āύিāϝ়āύ্āϤ্āϰāĻ• āĻ…āϧ্āϝাāĻĒāĻ• āĻāϏ āĻāĻŽ āĻ āĻšুāϰাāχāϰা
āϜাāύাāύ, āϜেāĻāϏāϏি, āĻāϏāĻāϏāϏি āĻ“ āĻāχāϚāĻāϏāϏি
āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āĻĒ্āϰāĻŖāϝ়āύেāϰ āĻ•্āώেāϤ্āϰে āĻŦোāϰ্āĻĄ āĻĒāϰীāĻ•্āώা
āύিāϝ়āύ্āϤ্āϰāĻ• āĻ…āύ্āϝ āĻŦোāϰ্āĻĄেāϰ āĻ…āϧিāĻ­ুāĻ•্āϤ āĻ•āϞেāϜ
āĻĨেāĻ•ে āĻĻāĻ•্āώ, āĻ…āĻ­িāϜ্āĻž āĻļিāĻ•্āώāĻ•āĻĻেāϰ āϤাāϞিāĻ•া
āϚাāύ। āϤাঁāĻĻেāϰ āĻŽāϧ্āϝ āĻĨেāĻ•ে āĻŦিāώāϝ়āĻĒāϤ্āϰ āĻ…āύুāϝাāϝ়ী
āϚাāϰāϜāύ āĻļিāĻ•্āώāĻ•āĻ•ে āĻĒ্āϰāĻļ্āύ āĻĒ্āϰāĻŖেāϤা āĻšিāϏেāĻŦে
āύিāϰ্āĻŦাāϚāύ āĻ•āϰেāύ āύিāϜ āύিāϜ āĻŦোāϰ্āĻĄ āĻĒāϰীāĻ•্āώা
āύিāϝ়āύ্āϤ্āϰāĻ•। āĻĒ্āϰāĻļ্āύāĻ•āϰ্āϤাāĻ•ে āϏিāϞেāĻŦাāϏ āĻāĻŦং
āφāĻ—েāϰ āĻŦāĻ›āϰেāϰ āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āϏāϰāĻŦāϰাāĻš āĻ•āϰা āĻšāϝ়।
āϏিāϞেāĻŦাāϏেāϰ āφāϞোāĻ•েāχ āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āϤৈāϰি
āĻ•āϰেāύ āϤাঁāϰা।
āĻĒ্āϰāϤিāϟি āĻĒāϤ্āϰেāϰ āϜāύ্āϝ āϤৈāϰি āĻ•āϰেāύ āϚাāϰ āϏেāϟ
āĻĒ্āϰāĻļ্āύ। āĻĒ্āϰāĻļ্āύāĻ•āϰ্āϤা āĻĒ্āϰāĻļ্āύ āĻĒ্āϰāϏ্āϤুāϤ āĻ•āϰাāϰ āĻĒāϰ
āϤা āϏিāϞāĻ—াāϞা āĻ•āϰে āĻĒাāĻ িāϝ়ে āĻĻেāύ āĻŦোāϰ্āĻĄে।
āĻāϰāĻĒāϰ āĻŦোāϰ্āĻĄ āĻĻ্āĻŦিāϤীāϝ় āϧাāĻĒেāϰ āĻ•াāϜ āĻļুāϰু āĻ•āϰে।
āĻĻ্āĻŦিāϤীāϝ় āϧাāĻĒে āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āĻŽāĻĄাāϰেāĻļāύ āĻ•āϰাāϰ
āϜāύ্āϝ āĻĒ্āϰāϤি āĻĒāϤ্āϰেāϰ āĻ•্āώেāϤ্āϰে āϚাāϰāϜāύ āĻļিāĻ•্āώāĻ•
āύিāϝ়োāĻ— āĻĻেāĻ“āϝ়া āĻšāϝ়। āĻ āĻ•্āώেāϤ্āϰেāĻ“
āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰেāϰ āĻŽāĻĄাāϰেāĻļāύেāϰ āĻ•াāϜ āĻ•āϰেāύ āĻ…āύ্āϝ
āĻŦোāϰ্āĻĄেāϰ āĻļিāĻ•্āώāĻ•āϰা। āύিāϰ্āϧাāϰিāϤ āĻĻিāύে
āĻŽāĻĄাāϰেāϟāϰāϰা āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄ āĻ…āĻĢিāϏে āĻšাāϜিāϰ
āĻšāύ। āϤাঁāĻĻেāϰ āĻšাāϤে āϤুāϞে āĻĻেāĻ“āϝ়া āĻšāϝ়
āϏিāϞāĻ—াāϞা āĻ•āϰা āĻĒ্āϝাāĻ•েāϟ। āĻŽāĻĄাāϰেāϟāϰ
āύিāϰ্āϧাāϰিāϤ āĻ•āĻ•্āώে āĻŦāϏে āϏিāϞāĻ—াāϞা āϤুāϞে
āĻĒ্āϰāϝ়োāϜāύীāϝ় āϏংāĻļোāϧāύ āĻļেāώে āφāĻŦাāϰāĻ“
āϏিāϞāĻ—াāϞা āĻ•āϰে āĻŦুāĻিāϝ়ে āĻĻেāύ āĻŦোāϰ্āĻĄ
āĻ•āϰ্āϤৃāĻĒāĻ•্āώেāϰ āĻ•াāĻ›ে। āĻĒ্āϰāϤিāϟি āĻĒ্āϰāĻļ্āύ
āĻŽāĻĄাāϰেāĻļāύেāϰ āϜāύ্āϝ āϏাāϧাāϰāĻŖāϤ āĻĻুāχ āĻĻিāύ āϏāĻŽāϝ়
āĻĒাāύ āĻŽāĻĄাāϰেāϟāϰāϰা। āϝāĻĻিāĻ“ āϏাāϧাāϰāĻŖāϤ āϤাāϰ
āφāĻ—েāχ āĻ āĻ•াāϜ āĻļেāώ āĻšāϝ়।
āĻ āĻĒāϰ্āϝাāϝ়ে āĻ•িāĻ›ু āĻŦিāϧিāύিāώেāϧ āĻŽাāύা āĻšāϝ়।
āύিāϰ্āϧাāϰিāϤ āĻ•āĻ•্āώে āĻĒ্āϰāĻŦেāĻļেāϰ āϏāĻŽāϝ় āĻŽোāĻŦাāχāϞ
āĻĢোāύ, āĻ–াāϤা, āĻ•āϞāĻŽ, āĻĒেāύāϏিāϞ, āĻŦāχ, āϰেāĻ•āϰ্āĻĄাāϰ
āĻŦা āĻ āϧāϰāύেāϰ āĻ•োāύো āĻ•িāĻ›ু āύিāϝ়ে āĻĒ্āϰāĻŦেāĻļ
āĻ•āϰāϤে āĻĒাāϰেāύ āύা āĻŽāĻĄাāϰেāϟāϰ āĻļিāĻ•্āώāĻ•āϰা।
āĻ•āĻ•্āώে āĻĒ্āϰāĻŦেāĻļেāϰ āĻĒāϰ āϤাঁāϰা āĻŦাāχāϰে āĻŦেāϰ āĻšāϤে
āĻĒাāϰেāύ āύা। āϤাঁāĻĻেāϰ āĻ–াāĻŦাāϰāϏāĻš āĻĒ্āϰāϝ়োāϜāύীāϝ়
āĻ…āύুāώāĻ™্āĻ— āϏāϰāĻŦāϰাāĻš āĻ•āϰে āĻŦোāϰ্āĻĄ। āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰে
āĻĒ্āϰāϝ়োāϜāύীāϝ় āϏংāĻļোāϧāύ, āĻŦিāϝ়োāϜāύ,
āĻĒāϰিāĻŽাāϰ্āϜāύ, āĻĒāϰিāĻŦāϰ্āϤāύ āĻ•āϰāϤে āĻĒাāϰেāύ
āĻŽāĻĄাāϰেāϟāϰāϰা। āĻĒ্āϰāϝ়োāϜāύে āĻĒ্āϰāĻļ্āύ āĻĒুāϰোāϟাāχ
āĻŦāĻĻāϞে āĻĢেāϞāϤে āĻĒাāϰেāύ āϤাঁāϰা।
āĻŽāĻĄাāϰেāϟāϰāϰা āφāϞাāĻĻা āφāϞাāĻĻাāĻ­াāĻŦে āϚাāϰ
āϏেāϟ āĻĒ্āϰāĻļ্āύ āϚূāĻĄ়াāύ্āϤ āĻ•āϰাāϰ āĻĒāϰ āϏিāϞāĻ—াāϞা āĻ•āϰে
āĻŦোāϰ্āĻĄেāϰ āĻŦিāĻļেāώ āĻĻাāϝ়িāϤ্āĻŦāĻĒ্āϰাāĻĒ্āϤ āĻ•āϰ্āĻŽāĻ•āϰ্āϤাāϰ
āĻ•াāĻ›ে āĻšāϏ্āϤাāύ্āϤāϰ āĻ•āϰেāύ। āϏিāϞāĻ—াāϞা
āĻ…āĻŦāϏ্āĻĨাāϝ়āχ āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āĻĒাāĻ াāύো āĻšāϝ় āφāύ্āϤ
āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ āϚেāϝ়াāϰāĻŽ্āϝাāύেāϰ āĻ•াāĻ›ে।
āĻĸাāĻ•া āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ āϚেāϝ়াāϰāĻŽ্āϝাāύ āφāύ্āϤ
āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ āϚেāϝ়াāϰāĻŽ্āϝাāύেāϰ āĻĻাāϝ়িāϤ্āĻŦ
āĻĒাāϞāύ āĻ•āϰেāύ। āφāύ্āϤ āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ
āϚেāϝ়াāϰāĻŽ্āϝাāύ āĻ…āύ্āϝাāύ্āϝ āĻŦোāϰ্āĻĄেāϰ
āϚেāϝ়াāϰāĻŽ্āϝাāύāĻĻেāϰ āĻĄাāĻ•েāύ। āĻāχ āϧাāĻĒে āφāϝ়োāϜāύ
āĻ•āϰা āĻšāϝ় āϞāϟাāϰিāϰ। āĻāĻ• āĻŦোāϰ্āĻĄেāϰ āϚেāϝ়াāϰāĻŽ্āϝাāύ
āĻ…āύ্āϝ āĻŦোāϰ্āĻĄেāϰ āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āύিāϰ্āĻŦাāϚāύ āĻ•āϰেāύ
āϞāϟাāϰিāϤে। āϏিāϞāĻ—াāϞা āĻ…āĻŦāϏ্āĻĨাāϝ় āϚাāϰāϟি āϏেāϟ
āĻĨেāĻ•ে āϞāϟাāϰিāϤে āύিāϰ্āĻŦাāϚāύ āĻ•āϰা āĻšāϝ় āĻĻুāϟি
āϏেāϟ। āϤāĻŦে āĻ•োāύ āϏেāϟে āĻ•োāύ āĻĒ্āϰāĻļ্āύ āφāĻ›ে,
āĻ•োāύ āĻŦোāϰ্āĻĄে āĻŦিāϤāϰāĻŖ āĻ•āϰা āĻšāĻŦে āĻŦা āĻ•োāύ
āĻĒ্āϰāĻļ্āύ āĻ•োāύ āĻŦোāϰ্āĻĄেāϰ āϤāϤ্āϤ্āĻŦাāĻŦāϧাāύে āĻ•āϰা āϤা
āĻ•াāϰো āϜাāύা āĻĨাāĻ•ে āύা।
āύিāϰ্āĻŦাāϚিāϤ āĻĻুāχ āϏেāϟ āĻĒ্āϰāĻļ্āύ āϏিāϞāĻ—াāϞা
āĻ…āĻŦāϏ্āĻĨাāϝ়āχ āĻ›াāĻĒাāϰ āϜāύ্āϝ āĻĒাāĻ াāύো āĻšāϝ়
āĻŦাংāϞাāĻĻেāĻļ āϏāϰāĻ•াāϰি āĻŽুāĻĻ্āϰāĻŖাāϞāϝ়ে (āĻŦিāϜি
āĻĒ্āϰেāϏ)। āĻ•োāύ āĻ•েāύ্āĻĻ্āϰে āĻ•āϤ āĻĒ্āϰāĻļ্āύ āϞাāĻ—āĻŦে
āϤাāϰ āϤাāϞিāĻ•া āĻŦিāϜি āĻĒ্āϰেāϏāĻ•ে āϏāϰāĻŦāϰাāĻš āĻ•āϰে
āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄ। āϚাāĻšিāĻĻা āĻ…āύুāϝাāϝ়ী āĻ›াāĻĒিāϝ়ে
āĻĒ্āϝাāĻ•েāϟāϜাāϤ āĻ•āϰে āĻĒ্āϰāĻļ্āύ āϏিāϞāĻ—াāϞা āĻ…āĻŦāϏ্āĻĨাāϝ়
āĻĒাāĻ াāύো āĻšāϝ় āϜেāϞা āĻĒ্āϰāĻļাāϏāĻ•েāϰ āĻ•াāĻ›ে।
āϟ্āϰাংāĻ•āĻ­āϰা āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰāĻ—ুāϞো āωāĻĒāϜেāϞা
āĻĒāϰ্āϝাāϝ়ে āύিāϰ্āĻŦাāĻšী āĻ•āϰ্āĻŽāĻ•āϰ্āϤাāϰ āϟ্āϰেāϜাāϰিāϤে
āϰাāĻ–া āĻšāϝ়। āύিāϰাāĻĒāϤ্āϤা āĻŦা āĻ­ৌāĻ—োāϞিāĻ•
āĻ…āĻŦāϏ্āĻĨাāύেāϰ āĻ•াāϰāĻŖে āĻ…āύেāĻ• āĻ•্āώেāϤ্āϰে āĻĒুāϞিāĻļ
āĻĢাঁāĻĄ়ি āĻŦা āĻŦ্āϝাংāĻ• āϞāĻ•াāϰে āϰাāĻ–া āĻšāϝ়
āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ। āĻĒāϰীāĻ•্āώাāϰ āĻĻিāύ āϏāĻ•াāϞে āĻ•েāύ্āĻĻ্āϰেāϰ
āĻ­াāϰāĻĒ্āϰাāĻĒ্āϤāϰা āϟ্āϰাংāĻ•েāϰ āĻ­েāϤāϰে āĻĻেāĻ“āϝ়া
āύিāϰ্āĻĻেāĻļāύা āĻ…āύুāϝাāϝ়ী āύিāϰ্āĻĻিāώ্āϟ āϏেāϟেāϰ
āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āύিāϰ্āϧাāϰিāϤ āĻ•েāύ্āĻĻ্āϰে āϏāϰāĻŦāϰাāĻš
āĻ•āϰেāύ। āĻ•েāύ্āĻĻ্āϰেāϰ āĻĒāĻ•্āώ āĻĨেāĻ•ে āĻĒ্āϰāĻļ্āύ āĻ—্āϰāĻšāĻŖ
āĻ•āϰেāύ āĻ•েāύ্āĻĻ্āϰ āϏāϚিāĻŦ। āĻĒ্āϰāϤিāώ্āĻ াāύেāϰ āĻĒ্āϰāϧাāύ
āĻ•েāύ্āĻĻ্āϰ āϏāϚিāĻŦেāϰ āĻĻাāϝ়িāϤ্āĻŦ āĻĒাāϞāύ āĻ•āϰেāύ। āĻ
āϏāĻŽāϝ় āĻĒাāĻšাāϰাāϝ় āĻĨাāĻ•েāύ āύিāϰাāĻĒāϤ্āϤা
āĻŦাāĻšিāύীāϰ āϏāĻĻāϏ্āϝāϰা।
āĻĒ্āϰāϤিāϟি āϧাāĻĒে āϏāϰ্āĻŦোāϚ্āϚ āύিāϰাāĻĒāϤ্āϤা āĻ“
āĻ—োāĻĒāύীāϝ়āϤা āĻŦāϜাāϝ় āϰেāĻ–ে āĻĒ্āϰāϤিāĻŦāĻ›āϰ āĻĒাāĻŦāϞিāĻ•
āĻĒāϰীāĻ•্āώাāϰ āĻĒ্āϰāĻļ্āύāĻĒāϤ্āϰ āĻĒ্āϰāĻŖāϝ়āύ āĻ“ āĻŦিāϤāϰāĻŖ āĻ•āϰা āĻšāϝ়
āĻŦāϞে āϜাāύাāύ āϚāϟ্āϟāĻ—্āϰাāĻŽ āĻŽাāϧ্āϝāĻŽিāĻ• āĻ“ āωāϚ্āϚ
āĻŽাāϧ্āϝāĻŽিāĻ• āĻļিāĻ•্āώা āĻŦোāϰ্āĻĄেāϰ āĻĒāϰীāĻ•্āώা
āύিāϝ়āύ্āϤ্āϰāĻ• āĻĄ. āĻĒীāϝূāώ āĻĻāϤ্āϤ। āϤিāύি āĻŦāϞেāύ, ‘āĻāĻ•েāĻ•
āϏāĻŽāϝ় āĻāĻ•েāĻ•āϜāύ āĻļিāĻ•্āώāĻ• āĻĻাāϝ়িāϤ্āĻŦ āĻĒাāϞāύ āĻ•āϰেāύ।
āϏংāĻļ্āϞিāώ্āϟ āĻļিāĻ•্āώāĻ•, āĻ•āĻŽিāϟিāϰ āϏāĻĻāϏ্āϝ āĻŦা āĻŦোāϰ্āĻĄ
āĻ•āϰ্āĻŽāĻ•āϰ্āϤাāĻĻেāϰ āĻ•াāϰো āϜাāύাāϰ āωāĻĒাāϝ় āĻĨাāĻ•ে
āύা āĻ•োāύ āϏেāϟে āĻ•োāύ āĻĒ্āϰāĻļ্āύ।’
āϏূāϤ্āϰ: āĻ•াāϞেāϰ āĻ•āĻŖ্āĻ 

āĻĻো⧟া: āĻŦা⧜ি āĻĨেāĻ•ে āĻŦেāϰ āĻšāĻŦাāϰ āϏāĻŽā§Ÿ āϏংāĻ•্āώেāĻĒে āĻāχ āĻĻো⧟া āĻ•āϰāĻŦেāύঃ

বাড়ি থেকে বের হবার সময় সংক্ষেপে এই
দোয়া করবেনঃ
" বিসমিল্লাহি তাওয়াক্কালতু আ'লাল্লাহ,
লা-হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা
বিল্লাহ। আল্লাহুম্মা আন্তা সাহিবি ফী
সাফারি ওয়া খালিফাতি ফী আহলি।"
অর্থঃ আল্লাহর নামে তাঁর উপর ভরসা করে
রওয়ানা করছি। আর তাঁর ছাড়া কারো কোন
শক্তি সামর্থ্য নেই। হে আল্লাহ, তুমিই
আমার পথের সাথি এবং আমার পরিবারে
আমার প্রতিনিধি।
======================

āϏ্āĻĨাāϝ়ীāĻ­াāĻŦে āĻĻূāϰ āĻ•āϰুāύ āφāĻĒāύাāϰ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ āĻĨেāĻ•ে āĻļāϟāĻ•াāϰ্āϟ āĻ­াāχāϰাāϏ

āϏ্āĻĨাāϝ়ীāĻ­াāĻŦে āĻĻূāϰ āĻ•āϰুāύ āφāĻĒāύাāϰ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ āĻĨেāĻ•ে āĻļāϟāĻ•াāϰ্āϟ āĻ­াāχāϰাāϏ
āĻļāϰ্āϟāĻ•াāϟ āĻ­াāχāϰাāϏ āϏ্āĻĨাāϝ়ীāĻ­াāĻŦে āϰিāĻŽুāĻ­েāϰ āϜāύ্āϝ āφāĻĒāύাāĻ•ে āĻ•āϝ়েāĻ•āϟি āϧাāĻĒ āĻ…āύুāϏāϰāĻŖ āĻ•āϰāϤে āĻšāĻŦে।

āĻ…āύাāĻ•্āϰাāύ্āϤ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰেāϰ āϜāύ্āϝ:
ā§§. RUN āĻ āϝাāύ।
⧍. wscript.exe āϞিāĻ–ে ENTER āϚাāĻĒুāύ
ā§Š. Stop script after specified number of seconds: āĻ 1 āĻĻিāϝ়ে APPLY āĻ•āϰুāύ।
āĻāĻŦাāϰ āĻ•াāϰো āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­েāϰ āĻļāϰ্āϟāĻ•াāϟ āĻ­াāχāϰাāϏ āφāϰ āφāĻĒāύাāϰ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰে āĻĄুāĻ•āĻŦে āύা।

āφāĻ•্āϰাāύ্āϤ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰেāϰ āϜāύ্āϝ:
ā§§. āĻ•ী āĻŦোāϰ্āĻĄেāϰ CTRL+SHIFT+ESC āϚাāĻĒুāύ।
⧍. PROCESS āϟ্āϝাāĻŦে āϝাāύ।
ā§Š. āĻāĻ–াāύে wscript.exe āĻĢাāχāϞāϟি āϏিāϞেāĻ•্āϟ āĻ•āϰুāύ।
ā§Ē. End Process āĻ āĻ•্āϞিāĻ• āĻ•āϰুāύ।
ā§Ģ. āĻāĻŦাāϰ āφāĻĒāύাāϰ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰেāϰ C:/ āĻĄ্āϰাāχāĻ­ে āϝাāύ।
ā§Ŧ. āϏাāϰ্āϚ āĻŦāĻ•্āϏে wscript āϞিāĻ–ে āϏাāϰ্āϚ āĻ•āϰুāύ।
ā§­. wscript āύাāĻŽেāϰ āϏāĻŦ āĻĢাāχāϞāĻ—ুāϞো SHIFT+DELETE āĻĻিāύ।
ā§Ž. āϝেāχ āĻĢাāχāϞāĻ—ুāϞো āĻĄিāϞিāϟ āĻšāϚ্āĻ›ে āύা āĻ“āχāĻ—ুāϞো āϏ্āĻ•িāĻĒ āĻ•āϰে āĻĻিāύ।
⧝. āĻāĻ–āύ RUN āĻ āϝাāύ।
ā§§ā§Ļ. wscript.exe āϞিāĻ–ে ENTER āϚাāĻĒুāύ।
ā§§ā§§. Stop script after specified number of seconds: āĻ 1 āĻĻিāϝ়ে APPLY āĻ•āϰুāύ।
āĻŦ্āϝাāϏ āĻšāϝ়ে āĻ—েāϞ āφāĻĒāύাāϰ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ āĻļāϰ্āϟāĻ•াāϟ āĻ­াāχāϰাāϏ āĻŽুāĻ•্āϤ। āĻāĻŦাāϰ āĻ…āύ্āϝ āĻ•াāϰো āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­েāϰ āĻļāϰ্āϟāĻ•াāϟ āĻ­াāχāϰাāϏ āφāϰ āφāĻĒāύাāϰ āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰে āĻĄুāĻ•āĻŦে āύা।

āφāĻ•্āϰাāύ্āϤ āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­েāϰ āϜāύ্āϝ:
ā§§. āφāĻĒāύাāϰ āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­āϟি āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰেāϰ āϏাāĻĨে āϏংāϝুāĻ•্āϤ āĻ•āϰুāύ।
⧍. āĻāĻŦাāϰ cmd āϤে āϝাāύ।
ā§Š. āφāĻĒāύাāϰ āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­েāϰ āĻĄ্āϰাāχāĻ­ āϞেāϟাāϰāϟি āϞিāĻ–ে āχāύ্āϟাāϰ āĻĻিāύ। (āϝেāĻŽāύ: I:)
ā§Ē. āύিāϚেāϰ āĻ•োāĻĄāϟি āύিāϰ্āĻ­ুāϞāĻ­াāĻŦে āϞিāĻ–ুāύ।
ā§Ģ. āĻ•োāĻĄঃ attrib -s -h /s /d *.*
ā§Ŧ. āχāύ্āϟাāϰ āĻ•ী āϚাāĻĒুāύ।
ā§­. āĻāĻŦাāϰ āĻĻেāĻ–ুāύ āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­ে āϰাāĻ–া āφāĻĒāύাāϰ āĻĢাāχāϞāĻ—ুāϞো āĻĒুāύāϰাāϝ় āĻĻেāĻ–াāϚ্āĻ›ে āĻ•িāύা?
ā§Ž. āĻāĻŦাāϰ āφāĻĒāύাāϰ āĻ—ুāϰুāϤ্āĻŦāĻĒূāϰ্āĻŖ āĻĄাāϟাāĻ—ুāϞো āϰেāĻ–ে āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­ āĻĢāϰāĻŽ্āϝাāϟ āĻ•āϰে āĻĻিāύ।
āĻšāϝ়ে āĻ—েāϞ āφāĻĒāύাāϰ āĻĒেāύāĻĄ্āϰাāχāĻ­ āĻļāϰ্āϟāĻ•াāϟ āĻ­াāχāϰাāϏ āĻŽুāĻ•্āϤ।



āĻ…āĻĨāĻŦা āĻŦ্āϝāĻŦāĻšাāϰ āĻ•āϰুāύ Smdav antivirus for shortcut



āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰে āĻ­াāϞো āĻ•াāϜ āĻĒেāϤে

কম্পিউটারে ভালো কাজ পেতে

** কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক
করে tree লিখে ok করুন। এতে র্যামের
কার্যক্ষমতা বাড়ে।

** Ctrl + Alt + Delete
চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান
বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর
Processes-এ ক্লিক করুন।
অনেকগুলো প্রোগ্রাম-এর
তালিকা দেখতে পাবেন। এর
মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে
লাগছে না সেগুলো নির্বাচন করে End
Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল
করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন
এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর
কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার
রিস্টার্ট করুন।

** কম্পিউটারের ram কম
থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়।
ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার
গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল
মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My
computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক
করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক
করে performance এর settings-এ ক্লিক করুন।
আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ
ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial
size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size
লিখে set-এ ক্লিক করে ok
দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ
আপনার কম্পিউটারের র্যা মের size-এর
দ্বিগুন এবং Maximum size-এ র্যা মের size-এর
চারগুন দিলে ভাল হয়।

** কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ
দুই ক্লিক করুন। Add/Remove windows
components-এ ক্লিক করুন। নতুন
যে উইন্ডো আসবে সেটির বাম পাশ
থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের
টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and
Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন।
নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে
প্রোগ্রামগুলো আপনার
কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন
তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন।
Successful meassage আসলে Finish-এ ক্লিক
করুন।

āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰে āĻ•াāϜāĻ•āϰাāϰ āĻ•িāĻ›ু āĻļāϰ্āϟāĻ•াāϟ āϟেāϟেāĻ•āύিāĻ•

কম্পিউটারে কাজকরার কিছু শর্টকাট টেটেকনিক

Alt+f4   চাপুন  shutdown এর জন্য


কম্পিউটারে বসেই দেখেন যে মাউস
নষ্ট, কাজ করছেনা, ঠিকও
করতে পারছেন না। এখন কী উপায়?
সে ক্ষেত্রে উইন্ডোজে একটি সেটিংস
পরিবর্তন করে বিকল্প
ভাবে চালিয়ে যেতে পারেন
মউসের কাজ। এ জন্য কিবোর্ড
থেকে একসাথে left ALT+left SHIPT
এবং NUM Lock কি চাপুন। মনিটরে ছোট
একটি পপ-আপ উইন্ডো আসবে, এই
উইন্ডো থেকে yes প্রেস করুন
অথবা Enter চাপুন। এতে কিবোর্ড
কি দিয়ে মাউসের কার্জর
নাড়াচাড়া করা যাবে। 1,2,3,4,6,7,8,9
বাটন দিয়ে মাউস পয়েন্টার
নাড়ানো যাবে। আর 5
দিয়ে মাউসের
লেফ্ট ক্লিক এবং + দিয়ে মাউসের
ডাবল ক্লিক করা যাবে। কিবোর্ডের
ডান পাশের CTRL এর বামের
বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন
হিসেবে কাজ করবে। কাজ
শেষে NUM Lock অফ করলে এই
সুবিধা বন্ধ হয়ে যাবে।



1 . কম্পিউটারের গতি বৃদ্ধি করার
জন্য এই
টিপসটি ব্যবহার করতে পারেন
CONTROL PANEL-PERFORMANCE
& MAINTAINENCE -
ADMINISTRATIVE TOOL-
SERVICE - INDEXING SERVICE –
DISABLE
2 . হার্ডডিস্ক চেক করার জন্য RUN
এ গিয়ে
টাইপ করুন CHKDSK ওকে চাপুন
3 . ফাইল ট্রান্সফার স্পিড
বাড়ানোর জন্য
TERA COPY অথবা SUPERCOPIER
ডাউনলোড করে ইউস করুন ।
4 . কম্পিউটারের
টেম্পোরারি ফাইলগুলো ডিলেট
করার জন্য RUN এ গিয়ে টাইপ করুনঃ
১)PREFETCH ২)%TEMP%
c.TEMP d. RECENT
5 . পেনড্রাইভ অথবা সিডির
অটোপ্লে বন্ধ করার জন্য
RUN এ গিয়ে টাইপ করুন
GPEDIT.MSC - USER
CONFIGURATION -
ADMINISTRATIVE TEMPLE -
SYSTEM - TURN
OF AUTO PLAY - ENABLE - ALL
DRIVE.
6 . ড্রাইভ হাইড করার জন্য
RUN এ গিয়ে GPEDIT.MSC - USER
CONFIGURATION - WINDOWS
COMONENTS -
WINDOWS EXPLORER - HIDE
THESE
SPECIFIED DRIVE IN MY
COMPUTER -
CHOICE A DRIVE - ENABLE – OK
7 . সিডি অথবা ডিভিডি ড্রাইভ
ডিসেবল করার জন্য
MY COMPUTER - RIGHT BUTTON
CLICK-
MANAGE-DEVICE MANAGER - CD/
DVD RM -
DOUBLE CLICK – DISABLE
8 . ইউএসবি ড্রাইভ ডিসেবল করার
জন্য
MY COMPUTER - RIGHT BUTTON
CLICK-
MANAGE-DEVICE MANAGER -
Universal
Serial Bus Controllers { double
click } - USB
ROOT HUB
সবগুলো ডিসেবল করুন ।