মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন? খরচ,পদ্ধতি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে চান ?আপনি কি জানেন, লাইসেন্স দেওয়ার আগেবিআরটিএ তিনস্তরের পরীক্ষার মাধ্যমে লাইসেন্সপ্রদান করে ?“নিরাপদ সড়কের জন্য চালকেরপ্রশিক্ষণ ও লাইসেন্স খুবই প্রয়োজনীয়।এতে চালকের মতো পথচারীরও নিরাপত্তা বাড়বে।”প্রকারভেদ অনুযায়ী লাইসেন্স ৫ ধরনের । যেমন-• শিক্ষানবীশ লাইসেন্স• পেশাদার লাইসেন্স• অপেশাদার লাইসেন্স• পি.এস. ভি লাইসেন্স• ইনস্ট্রাকটর লাইসেন্সঅপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য ১৮বছর এবং পেশাদার ২০ বছর বয়স্ক ব্যক্তি আবেদনকরতে পারবেন। কমপক্ষে অষ্টম শ্রেনী...