
হেলিকপ্টার কিভাবে ভাড়া করবেন এবং কত খরচ!!!!দেশে বেশ কয়েকটি কম্পানি রয়েছে, যারা বাণিজ্যিকভাবেহেলিকপ্টার ভাড়া দেয়। এসব হেলিকপ্টার সাধারণত তিন থেকেসাতজন যাত্রী পরিবহন করে।ভাড়া কতকম্পানিভেদে হেলিকপ্টার ভাড়ার তারতম্য রয়েছে।বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস্ লিমিটেডবাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস্ লিমিটেডের ছয়জন যাত্রীবহনে সক্ষম বেল-৪০৭ হেলিকপ্টারের জন্য ভাড়া গুনতে হবেপ্রতি ঘণ্টায় এক লাখ টাকা। আর তিনজন যাত্রী বহনেসক্ষম রবিনসন আর-৪৪-এর ভাড়া ঘণ্টাপ্রতি ৬০ হাজারটাকা। সব ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট সংযুক্ত করতে...